ছেলেদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে ভারতের সাথে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। তৃতীয় ম্যাচে ভুটানকে হারিয়ে আসরে প্রথম জয় তুলেছে অধিনায়ক রাহবার ওয়াহেদ খানের বাহিনী। দুটি গোল করেছেন মঈন আহমেদ, একটি করে গোলের দেখা পেয়েছেন ফয়সাল হোসেন ও কাজী ইব্রাহিম।
ব্যাংককের ননথাবুড়ি স্টেডিয়ামে প্রথমে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধের পঞ্চম মিনিটে রাহবার মাঝমাঠ থেকে লং বল দেন গোলমুখে। মঈন আহমেদ দুর্দান্ত ভলিতে বল জালে জড়ান। ভুটান গোলকিপার বল বুঝতেই পারেননি, বাংলাদেশ এগিয়ে যায়।
বাংলাদেশের দ্বিতীয় গোল আসতে সময় লাগে আরও পাঁচ মিনিট। ১০ মিনিটে ভুটানের অর্ধ থেকে দলটির এক খেলোয়াড় সতীর্থকে বল বাড়ানোর চেষ্টা করেন, শটের পর তা নিয়ন্ত্রণে নেন প্রথম গোলদাতা মঈন। জোরাল শটে ভুটান গোলকিপারের পা গলে দ্বিতীয় গোল আনেন তিনি, বাংলাদেশ এগিয়ে যায় ২-০ গোলে, ওই ব্যবধানে বিরতিতে যায়।
বিরতির পর ভুটানের ভিন্ন রুপ দেখা যায়। বেশ খানিকটা আক্রমণ দেখা যায় দলটির থেকে। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে কর্নারের থেকে আসা বাঁকানো শটে বল জালে জড়ায় ভুটান, ব্যবধান দাঁড়ায় ২-১। খানিকটা ঝিমিয়ে পড়া বাংলাদেশের খেলোয়াড়রা আবারও ব্যবধান বাড়াতে চেষ্টা করতে থাকেন।
দ্বিতীয়ার্ধে ৩৪ মিনিটে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। এবার গোল করেন ফয়সাল হোসেন, হয় ৩-১। পরের মিনিটে আবারও বাংলাদেশের গোল। এবার রাহবার খানের অ্যাসিস্টে গোল করেন কাজী ইব্রাহিম আহমেদ। ৪-১ করে মাঠ ছাড়ে লাল-সবুজের দলটি।
এমআই/এসএন