লা লিগা

রিয়াল সোসিয়েদাদের কাছে ২-১ গোলে ধরাশায়ী বার্সেলোনা

অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি অনেক সুযোগ পেল বার্সেলোনা। কিন্তু গোলমুখে খুব একটা কার্যকর হতে পারলেন না দানি ওলমো, রবের্ত লেভানদোভস্কিরা। পোস্ট আর ক্রসবারও বাঁধ সাধল। লা লিগা চ্যাম্পিয়নদের জয়রথ থামিয়ে দিল রিয়াল সোসিয়েদাদ।

প্রতিপক্ষের মাঠে রোববার রাতে লা লিগার ম্যাচটি ২-১ গোলে হেরেছে হান্সি ফ্লিকের দল। শেষ দিকে কিছু সময় একজন কম নিয়ে খেলেছে সোসিয়েদাদ। 

প্রথমার্ধে মিকেল ওইয়ারসাবাল দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে বদলি নেমে সমতা ফেরান মার্কাস র্যাশফোর্ড। পরের মিনিটেই গন্সালো গেদেসের গোল শেষ পর্যন্ত গড়ে দেয় ব্যবধান।

লা লিগায় টানা ৯ আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ জয়ের পর তেতো স্বাদ পেল বার্সেলোনা। গত অক্টোবরের ক্লাসিকোর পর এই প্রথম লিগ ম্যাচে হারল কাতালান দলটি। আসরে সব মিলিয়ে তাদের তৃতীয় হার এটি।



২০ ম্যাচে ১৬ জয় ও এক ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ। ৬টি করে জয় ও ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে রেয়াল সোসিয়েদাদ।

ম্যাচে প্রায় ৭৩ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য বার্সেলোনা শট নেয় মোট ২৫টি, যার ৯টি ছিল লক্ষ্যে। সোসিয়েদাদের ৭ শটের ৬টি লক্ষ্যে ছিল।

ম্যাচের ২৫ সেকেন্ডেই বার্সেলোনার জালে বল পাঠান ওইয়ারসাবাল। তবে অফসাইডের কারণে গোল মেলেনি। পরের মিনিটে আক্রমণ শাণায় বার্সেলোনা। লামিনে ইয়ামালের পাসে পেদ্রির শট ঠেকান গোলরক্ষক।

সপ্তম মিনিটে বক্সের বাইরে থেকে চমৎকার শটে সোসিয়েদাদের জালে বল পাঠিয়ে উল্লাসে মাতেন ফের্মিন লোপেস। কিন্তু ভিএআরের হস্তক্ষেপে বাতিল হয়ে যায় গোল। আক্রমণের শুরুতে সোসিয়েদাদের তাকেফুসা কুবোকে দানি ওলমো ফাউল করায় ফ্রি-কিক দেন রেফারি।

২৭তম মিনিটে আরেকবার বার্সেলোনার উদযাপন মাটি হয়ে যায়। বক্সের বাইরে থেকে শটে বল জালে পাঠান ইয়ামাল। কিন্তু অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।

চার মিনিট পর এগিয়ে যায় সোসিয়েদাদ। ডান দিক থেকে গেদেসের ক্রসে দূরের পোস্টে ভলিতে গোলটি করেন ওইয়ারসাবাল।

প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ইয়ামালের শট দারুণভাবে ফিরিয়ে দেন গোলরক্ষক। এক মিনিট পর ইয়ামাল বক্সে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ভিএআরে অফসাইডের সিদ্ধান্ত দেওয়া হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে দুই মিনিটের মধ্যে ওলমোর দুটি প্রচেষ্টা পোস্টে বাধা পায়।

৬৩তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন ফ্লিক। আলেহান্দ্রো বাল্দে, ওলমো ও ফেররান তরেসের বদলি হিসেবে জোয়াও কান্সেলো, লেভানদোভস্কি ও র্যাশফোর্ডকে নামান কোচ।

তিন মিনিট পর গোল পেতে পারতেন লেভানদোভস্কি। পোলিশ তারকার হেড ফিরিয়ে দেন গোলরক্ষক। ৭০তম মিনিটে ইয়ামালের ক্রসে কাছ থেকে হেডেই সমতা টানেন র্যাশফোর্ড।

কিন্তু বার্সেলোনার সেই স্বস্তি থাকেনি। পরের মিনিটেই আবার গোল হজম করে তারা। কাছ থেকে কার্লোস সোলেরের হেড প্রথম দফায় ঠেকান হোয়ান গার্সিয়া, কিন্তু বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। সোলেরের কাট-ব্যাক থেকে বল জালে পাঠান গেদেস।

৭৭তম মিনিটে আবার গোল খেতে বসেছিল বার্সেলোনা। গোললাইন থেকে হেডে দলকে বিপদমুক্ত করেন ডিফেন্ডার পাউ কুবার্সি। ৮৫তম মিনিটে আরেকবার দুর্ভাগ্য বাঁধ সাধে বার্সেলোনার সামনে। কান্সেলোর ক্রসে জুল কুন্দের জোরাল হেড ক্রসবারের নিচের দিকে লাগে।

নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে পেদ্রিকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সোসিয়েদাদের সোলের। ৯ মিনিট যোগ করা সময়ের শেষ দিকে রুনি বার্দগির শট ঠেকিয়ে সোসিয়েদাদের জয় নিশ্চিত করেন গোলরক্ষক আলেক্স রেমিরো।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ফেনী-৩: মৃত দাবি করা ভোটারকে হাজির করে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী Jan 19, 2026
img
হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ Jan 19, 2026
img
আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ Jan 19, 2026
img
স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১ Jan 19, 2026
img

নাটোর-৩

প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা, বিএনপির প্রার্থী আনুকে শোকজ Jan 19, 2026
img
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় জাতীয় পর্যায়ে অগ্রাধিকার জরুরি: মো. এজাজুল ইসলাম Jan 19, 2026
img
বিমান হামলা করে ইরানের শাসন পরিবর্তন সম্ভব নয় Jan 19, 2026
হঠাৎ কেন ২০১৬ সালের ছবি শেয়ার করছেন তারকারা Jan 19, 2026
img
১৯ জানুয়ারি: ইতিহাসে এই দিনের আলোচিত সব ঘটনা Jan 19, 2026
img
আমদানি পর্যায়ে পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে যোগ হবে ই-রিটার্নে Jan 19, 2026
img
সম্মিলিত ইসলামী ব্যাংকের পদে সুযোগ পাচ্ছেন সরকারি ব্যাংকের কর্মকর্তারা Jan 19, 2026
img
শরীয়তপুরে আওয়ামী লীগের ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Jan 19, 2026
img
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল রাখা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৩ Jan 19, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Jan 19, 2026
img

পটুয়াখালী–৩

স্বতন্ত্র মামুনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ গণঅধিকারের ফাহিমের Jan 19, 2026
img
রিয়ালের সাবেক কোচ জাবি আলোনসোকে চায় ফ্রাঙ্কফুর্ট! Jan 19, 2026
img
ব্যক্তিগত জীবনেই সুখ খুঁজছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর! Jan 19, 2026
img
আপস নয় আত্মসম্মানেই বিশ্বাসী অভিনেত্রী তামান্না ভাটিয়া Jan 19, 2026
img

লা লিগা

রিয়াল সোসিয়েদাদের কাছে ২-১ গোলে ধরাশায়ী বার্সেলোনা Jan 19, 2026
img
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ট্রলারসহ অপহরণের শিকার ৫ জেলে Jan 19, 2026