অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি অনেক সুযোগ পেল বার্সেলোনা। কিন্তু গোলমুখে খুব একটা কার্যকর হতে পারলেন না দানি ওলমো, রবের্ত লেভানদোভস্কিরা। পোস্ট আর ক্রসবারও বাঁধ সাধল। লা লিগা চ্যাম্পিয়নদের জয়রথ থামিয়ে দিল রিয়াল সোসিয়েদাদ।
প্রতিপক্ষের মাঠে রোববার রাতে লা লিগার ম্যাচটি ২-১ গোলে হেরেছে হান্সি ফ্লিকের দল। শেষ দিকে কিছু সময় একজন কম নিয়ে খেলেছে সোসিয়েদাদ।
প্রথমার্ধে মিকেল ওইয়ারসাবাল দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে বদলি নেমে সমতা ফেরান মার্কাস র্যাশফোর্ড। পরের মিনিটেই গন্সালো গেদেসের গোল শেষ পর্যন্ত গড়ে দেয় ব্যবধান।
লা লিগায় টানা ৯ আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ জয়ের পর তেতো স্বাদ পেল বার্সেলোনা। গত অক্টোবরের ক্লাসিকোর পর এই প্রথম লিগ ম্যাচে হারল কাতালান দলটি। আসরে সব মিলিয়ে তাদের তৃতীয় হার এটি।
২০ ম্যাচে ১৬ জয় ও এক ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ। ৬টি করে জয় ও ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে রেয়াল সোসিয়েদাদ।
ম্যাচে প্রায় ৭৩ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য বার্সেলোনা শট নেয় মোট ২৫টি, যার ৯টি ছিল লক্ষ্যে। সোসিয়েদাদের ৭ শটের ৬টি লক্ষ্যে ছিল।
ম্যাচের ২৫ সেকেন্ডেই বার্সেলোনার জালে বল পাঠান ওইয়ারসাবাল। তবে অফসাইডের কারণে গোল মেলেনি। পরের মিনিটে আক্রমণ শাণায় বার্সেলোনা। লামিনে ইয়ামালের পাসে পেদ্রির শট ঠেকান গোলরক্ষক।
সপ্তম মিনিটে বক্সের বাইরে থেকে চমৎকার শটে সোসিয়েদাদের জালে বল পাঠিয়ে উল্লাসে মাতেন ফের্মিন লোপেস। কিন্তু ভিএআরের হস্তক্ষেপে বাতিল হয়ে যায় গোল। আক্রমণের শুরুতে সোসিয়েদাদের তাকেফুসা কুবোকে দানি ওলমো ফাউল করায় ফ্রি-কিক দেন রেফারি।
২৭তম মিনিটে আরেকবার বার্সেলোনার উদযাপন মাটি হয়ে যায়। বক্সের বাইরে থেকে শটে বল জালে পাঠান ইয়ামাল। কিন্তু অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।
চার মিনিট পর এগিয়ে যায় সোসিয়েদাদ। ডান দিক থেকে গেদেসের ক্রসে দূরের পোস্টে ভলিতে গোলটি করেন ওইয়ারসাবাল।
প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ইয়ামালের শট দারুণভাবে ফিরিয়ে দেন গোলরক্ষক। এক মিনিট পর ইয়ামাল বক্সে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ভিএআরে অফসাইডের সিদ্ধান্ত দেওয়া হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে দুই মিনিটের মধ্যে ওলমোর দুটি প্রচেষ্টা পোস্টে বাধা পায়।
৬৩তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন ফ্লিক। আলেহান্দ্রো বাল্দে, ওলমো ও ফেররান তরেসের বদলি হিসেবে জোয়াও কান্সেলো, লেভানদোভস্কি ও র্যাশফোর্ডকে নামান কোচ।
তিন মিনিট পর গোল পেতে পারতেন লেভানদোভস্কি। পোলিশ তারকার হেড ফিরিয়ে দেন গোলরক্ষক। ৭০তম মিনিটে ইয়ামালের ক্রসে কাছ থেকে হেডেই সমতা টানেন র্যাশফোর্ড।
কিন্তু বার্সেলোনার সেই স্বস্তি থাকেনি। পরের মিনিটেই আবার গোল হজম করে তারা। কাছ থেকে কার্লোস সোলেরের হেড প্রথম দফায় ঠেকান হোয়ান গার্সিয়া, কিন্তু বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। সোলেরের কাট-ব্যাক থেকে বল জালে পাঠান গেদেস।
৭৭তম মিনিটে আবার গোল খেতে বসেছিল বার্সেলোনা। গোললাইন থেকে হেডে দলকে বিপদমুক্ত করেন ডিফেন্ডার পাউ কুবার্সি। ৮৫তম মিনিটে আরেকবার দুর্ভাগ্য বাঁধ সাধে বার্সেলোনার সামনে। কান্সেলোর ক্রসে জুল কুন্দের জোরাল হেড ক্রসবারের নিচের দিকে লাগে।
নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে পেদ্রিকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সোসিয়েদাদের সোলের। ৯ মিনিট যোগ করা সময়ের শেষ দিকে রুনি বার্দগির শট ঠেকিয়ে সোসিয়েদাদের জয় নিশ্চিত করেন গোলরক্ষক আলেক্স রেমিরো।
এমআর/টিএ