দেশকে এগিয়ে নিতে এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে জনগণকে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।
সোমবার (১৯ জানুয়ারি) জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পশ্চিম দোগাছী গ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং নিজেদের প্রতিনিধি নিজেরাই নির্বাচন করবেন। তিনি আশা প্রকাশ করে বলেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
ফারুক-ই-আজম বলেন, ইতোমধ্যে প্রায় সব রাজনৈতিক দল ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর করেছে। এই সনদ বাস্তবায়িত হলে নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। তখন জনগণ নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এর ফলে সরকার হবে জনগণের সরকার, স্বৈরাচারী নয়; বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন এবং মানুষের ন্যায়বিচার নিশ্চিত হবে।
তিনি বলেন, এসব লক্ষ্য বাস্তবায়নের জন্যই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ‘হ্যাঁ’ ও ‘না’ ভিত্তিক গণভোট আয়োজন করা হয়েছে। এ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া এবং এর পক্ষে প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।
টিজে/টিকে