ব্রিটিশ সেলিব্রিটি দম্পতি ডেভিড ও ভিক্টোরিয়া বেকহ্যামের ছেলে ব্রুকলিন পেল্টজ-বেকহ্যাম সোমবার (১৯ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে পারিবারিক বিবাদ নিয়ে প্রকাশ্যে কথা বলেন। ২৬ বছর বয়সী ব্রুকলিন জানান, তিনি তার বাবা-মার সঙ্গে পুনর্মিলন করতে আগ্রহী নন।
ইনস্টাগ্রামের একাধিক পোস্টে ব্রুকলিন অভিযোগ করেন, তার বাবা-মা ও তাদের টিম সংবাদমাধ্যম ব্যবহার করে তাকে আক্রমণ করেছেন এবং তার স্ত্রী নিকোলা পেল্টজের সঙ্গে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও এখন সত্য বলার প্রয়োজন অনুভব করছেন।
ব্রুকলিন বলেন, আমি বছরের পর বছর নীরব ছিলাম। কিন্তু আমার বাবা-মা ও তাদের টিম বারবার প্রেসে কথা বলেছে। তাই নিজের পক্ষে কথা বলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তিনি স্পষ্ট করে বলেন, আমি আমার পরিবারের সঙ্গে মিটমাট করতে চাই না। জীবনে প্রথমবারের মতো আমি নিজের পক্ষে দাঁড়াচ্ছি।
ব্রুকলিনের অভিযোগের বড় অংশ জুড়ে রয়েছে স্ত্রী নিকোলা পেল্টজের সঙ্গে তার সম্পর্ক। ব্রুকলিন বলেন, তার পরিবার ধারাবাহিকভাবে নিকোলাকে অসম্মান করেছে। এমনকি তাদের বিয়েতেও বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, বিয়ের পোশাক নিয়ে জটিলতার কারণে শেষ মুহূর্তে নিকোলাকে অন্য পোশাক খুঁজতে বাধ্য করা হয়।
তিনি আরো অভিযোগ করেন, বিয়ের অনুষ্ঠানে তার মা ভিক্টোরিয়া বেকহ্যাম তাদের নাচের সময়কালীন পরিস্থিতি বিব্রতকর করে তোলেন। ব্রুকলিনের দাবি, তার স্ত্রীর সঙ্গে নাচার কথা থাকলেও তার মা মঞ্চে উঠে তার সঙ্গে নাচতে শুরু করেন।
ব্রুকলিন আরো জানান, গত বছরের মে মাসে বাবা ডেভিড বেকহ্যামের ৫০তম জন্মদিন উপলক্ষে লন্ডনে গেলেও তাকে দেখা করার সুযোগ দেওয়া হয়নি। তার অভিযোগ, বড় আয়োজন ও ক্যামেরা ছাড়া বাবা তার সঙ্গে দেখা করতে রাজি হননি এবং শর্ত দেওয়া হয়, নিকোলা সেখানে থাকতে পারবেন না।
এসব বিষয়ে ডেভিড ও ভিক্টোরিয়া বেকহ্যামের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিবিসি তাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে। উল্লেখ্য, ডেভিড ও ভিক্টোরিয়া বেকহ্যামের চার সন্তান—ব্রুকলিন, রোমিও (২৩), ক্রুজ (২০) ও হার্পার সেভেন (১৪)।
সূত্র: বিবিসি
টিজে/টিকে