একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বেশ কয়েকমাস ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন।
বর্তমানে তার দ্বিতীয় দফায় কেমোথেরাপি চলছে। এ থেরাপি চলবে আগামী মে মাস পর্যন্ত। এরপর জার্মানিতে নিয়ে গিয়ে একটি ভ্যাকসিন দেওয়া হবে তাকে।
পরে যদি তার শরীর ঠিকঠাক হয়ে যায় তবেই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানালেন নিরপদ সড়ক চাইয়ের ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।
তিনি বলেন, ইলিয়াস কাঞ্চন ভাইয়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখন তিনি পুরোপুরি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। অসুস্থতার কারণে আগে কথায় যে জড়তা ছিল, তা প্রায় কেটে গেছে।
এদিকে ইলিয়াস কাঞ্চনের সহশিল্পীরাও আশায় বুক বেঁধে আছেন যে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি দেশে ফিরবেন।
গেল বছরের শুরুর দিক থেকে লন্ডনে রয়েছেন ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ তিন মাস নানা পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে ইলিয়াস কাঞ্চনের মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়।
এমকে/টিএ