দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় ১৩ বছর পর নতুন অ্যালবাম নিয়ে আবারও শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। ‘মাওলা’ শিরোনামের এই অ্যালবামে থাকছে মোট ছয়টি গান। শিরোনাম গানসহ অধিকাংশ গানের সুর ও সংগীতায়োজনের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।
ছয়টি গান, ছয়টি ভিন্ন ধারা— তবে সব গানে মেলোডির প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন বালাম।
নতুন প্রজন্মের শ্রোতাদের কথা মাথায় রেখে অ্যালবামে জেন–জিদের পছন্দ ও রুচিকেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নতুন অ্যালবাম প্রসঙ্গে বালাম বলেন, “আবার গান সিরিয়াসলি করছি বলেই এই অ্যালবামের পরিকল্পনা। গত কয়েক বছরে কয়েকটি সিঙ্গেল প্রকাশ করে দেখেছি— একেকটি গান দিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করা খুব কঠিন। অ্যালবামে বিভিন্ন ধাঁচের গান থাকে, যা শিল্পীকে নানা ধরনের শ্রোতার কাছে পৌঁছানোর সুযোগ করে দেয়।
‘মাওলা’য় সেই বৈচিত্র্য থাকবে।”
এই অ্যালবামের ছয়টি গানেরই সুর ও সংগীতায়োজন করেছেন বালাম নিজেই। তবে গীতিকারদের নাম আপাতত প্রকাশ করতে চাননি তিনি।
জানা গেছে, আসছে ঈদুল ফিতরে সব গান অডিও আকারে প্রকাশিত হবে, পাশাপাশি একটি গান ভিডিও আকারেও মুক্তি পাবে।
‘মাওলা’ হতে যাচ্ছে বালামের পঞ্চম একক অ্যালবাম। এর আগে প্রকাশিত হয়েছে তাঁর চারটি অ্যালবাম— ‘বালাম’ (২০০৭), ‘বালাম ২’ (২০০৮), ‘বালাম ৩’ (২০১০) এবং ‘ভুবন’ (২০১৩)।
এসব অ্যালবামের একাধিক গান পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। এর মধ্যে উল্লেখযোগ্য— ‘এক মুঠো রোদ্দুর’, ‘নেশা’, ‘একাকী মন’, ‘তোমার জন্য’, ‘নুপুর বাজে’, ‘সঙ্গী হবে কি’, ‘রিমঝিম’ ও ‘অপরূপা’।
দীর্ঘদিন নতুন গান না আনলেও ২০২৩ সালে সিনেমা ‘প্রিয়তমা’-এর জনপ্রিয় গান ‘ও প্রিয়তমা’ দিয়ে আলোচনায় ফেরেন বালাম।
এরপর ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গানেও কণ্ঠ দেন তিনি।
এসএন