বাবার কোলে চেপে থাকা ছোট্ট শিশুটি আজ নিজেই এক সন্তানের মা। আর সেই সন্তানের বয়স মাত্র সাত মাস! বিনোদন জগতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকলেও তাঁর পেশাগত পরিচয় একেবারেই আলাদা। সমাজকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি, পাশাপাশি গান গাওয়ার প্রতিভাও রয়েছে তাঁর।
একসময় টলিউডের এক জনপ্রিয় গায়কের সঙ্গে প্রায় পাঁচ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছিলেন তিনি।
যদিও সেই বিয়ে টেকেনি। বিচ্ছেদের পর ফের ভালোবাসায় ভরসা রেখে টলিউডেরই এক জনপ্রিয় অভিনেতার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। জানেন কি, কে এই পরিচিত মুখ?
ছবির এই খুদেটি আর কেউ নন পিয়া চক্রবর্তী। বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শৈশবের এই আবেগঘন ছবিটি নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি প্রয়াত হন পিয়ার বাবা।
পিয়া চক্রবর্তী দীর্ঘদিন ধরেই সমাজকর্মী হিসেবে সক্রিয়। সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য তাঁর কাজ নজর কাড়ে। পাশাপাশি গানেও রয়েছে তাঁর গভীর আগ্রহ ও দক্ষতা।
তবে বর্তমানে পিয়ার আরেকটি পরিচয়ই বেশি আলোচিত তিনি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী।
এর আগে গায়ক অনুপম রায়ের সঙ্গে পাঁচ বছরের বৈবাহিক জীবন ছিল পিয়ার। ২০২১ সালে পারস্পরিক সমঝোতার মাধ্যমে তাঁদের ডিভোর্স হয়। এরপর ২০২৩ সালের নভেম্বর মাসে পরমব্রত ও পিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হন।
দাম্পত্য জীবনের নতুন অধ্যায়ে পা রেখে ২০২৫ সালের জুন মাসে প্রথম সন্তানের বাবা-মা হন পরমব্রত ও পিয়া।
পুত্রসন্তানের নাম রেখেছেন নিষাদ। ছেলের ছবি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন এই তারকা দম্পতি, যা প্রতিবারই নেটিজেনদের মন জয় করে নেয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এমকে/টিএ