আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীর দুর্বলতা না খোঁজার আহ্বান জানিয়ে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মেঘনা আলম বলেছেন, কে কি করল সেটা আমার দেখার বিষয় না। আমি নিজে কি করতে চাই, কি করতে পারব সেটাই মুখ্য বিষয়।
তিনি বলেন, নির্বাচন আসলে কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়। নির্বাচনে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতাও নেই। নির্বাচন এমন একটি সময় হচ্ছে, যখন দেশের জন্য কে নিজেকে কতটা উৎসর্গ করতে চায় সেটি জ্ঞাপন করছে। জনগণ যাকে বাছাই করছেন নিজেদের প্রতিনিধি হিসেবে, সেই এগিয়ে আসছে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীক বরাদ্দ পাওয়ার পর তিনি এসব কথা বলেন।
মেঘনা আলম বলেন, ঢাকা-৮ থেকে ট্রাক মার্কায় আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। নিয়ম অনুযায়ী আগামীকাল থেকে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করব। মেঘনা আলম যদি ঢাকা-৮ থেকে জাতীয় সংসদে প্রতিনিধি হিসেবে যেতে পারে তাহলে এটি হবে একজন নারীর ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় উদাহরণ।
তিনি বলেন, আমি ঢাকা-৮ আসন থেকে প্রতিনিধিত্ব করব নিপীড়িত মানুষের, গণতন্ত্র প্রতিষ্ঠার এবং সমাজের সর্বস্তরের মানুষের প্রতিনিধি হয়ে। গণঅধিকার পরিষদের যে আইডিওলজি, জনগণের অধিকার নিয়ে কথা বলা, আমি সবসময় সেই কাজটি করে যাব। আমার জয় হোক বা না হোক আমি যে প্রতিশ্রুতিতে নিজেকে আবদ্ধ করেছি, সেটি সবসময় চালিয়ে যাব।
আলোচিত এই প্রার্থী বলেন, আমার সম্মান থাকবে শহীদদের প্রতি। শুধু ২০২৪ সালের আন্দোলনে শহীদদের প্রতি নয়, মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি আমার শ্রদ্ধা, ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতিও আমার শ্রদ্ধা। আমার দেশের ইতিহাস অনেক লম্বা। আমার দেশ অবিচ্ছেদ্য একটি অংশ। সেই পাকিস্তান আমল থেকেই জাতিগতভাবে বিদ্রোহ করা, অন্যায়ের প্রতিবাদ করা আমাদের সেকেন্ডারি কোয়ালিটিতে পরিণত হয়েছে।
কেএন/এসএন