আমাকে ভোট দিতে হবে এমন কথা নেই, যোগ্য প্রার্থীকে ভোট দেবেন : মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের বিএনপির প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হতে যাচ্ছে। আশা করি, এ নির্বাচনে বাংলাদেশের মাটিতে গণতন্ত্র দৃঢ়ভাবে গঠিত হবে। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি চিরস্থায়ী থাকবে। নির্বাচনে আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমাকে ভোট দিতে হবে এমন কথা নেই, যোগ্য প্রার্থীকে ভোট দেবেন।

আমার চেয়ে কোনো যোগ্য প্রার্থী থাকলে তাকে ভোট দেবেন, কোনো আপত্তি নেই। কিন্তু সবাই ভোটকেন্দ্রে যাবেন।’

আজ বুধবার (২১ জানুয়ারি) ভোলার লালমোহন পৌর শহরের শ্রী শ্রী মদন মোহন জিউর মন্দির প্রাঙ্গণে উপজেলার হিন্দু সমাজের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ বলেন, ‘প্রত্যেক নির্বাচনই আমরা আশা করি ভালো একটা সরকার হবে, সেই সরকার এসে দেশে সুন্দর একটা সমাজব্যবস্থা কায়েম করবে।

কিন্তু দেখা যায় নির্বাচনের আগে যত প্রতিশ্রুত রাজনৈতিক দলসমূহ দেয়, নির্বাচনের পর আর সেই সব মনে থাকে না।’

তিনি বলেন, ‘একটি দল স্বাধীনতাযুদ্ধে আমাদের বিরোধিতা করেছিল। তারা রাজাকার ও আলবদর করেছিল। বাঙালিদের হত্যা করেছিল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হত্যা করেছিল।

তারাই এখন আমাদের প্রতিদ্বন্দ্বী। আমি বেশ কয়েকটি নির্বাচন করেছি, এটি আমার জন্য দশম নির্বাচন। প্রত্যেকটা নির্বাচনে আমার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ। সেসব নির্বাচনে হয়তো ঘর থেকে বের হতে পারিনি, নিজের ভোট দিতে পারিনি, দিনের ভোট রাতে নিয়ে নিয়েছে। এবার সেই দুর্বৃত্ত ও সন্ত্রাসী আওয়ামী লীগ নেই।

মঠে এসেছে ধর্ম নিয়ে ব্যবসা করে এ ধরনের একটা রাজনৈতিক দল। তাদের কেউ কেউ আমাদের গ্রামের সহজ-সরল নারীদের বোঝায়, অমুক মার্কায় ভোট দেবেন সরাসরি বেহেস্তে চলে যাবেন মৃত্যুর পর। সাধারণ মানুষ মনে করে নামের শেষে ইসলাম আছে তাই হইতেও পারে। কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক।’

তিনি আরো বলেন, বাংলাদেশকে কেউ বিলুপ্ত করে দিতে পারবে না। না ভারত পারবে, না পকিস্তান পারবে, না আমেরিকা পারবে, না অন্য কোনো দেশ পারবে। কারণ আমাদের দেশের এমন একটা শক্তি আছে, যেটা অনেক উন্নত দেশেরও নেই। আমি ইউরোপ-আমেরিকারসহ অনেক উন্নত দেশে ঘুরেছি, তাদের ধন-সম্পদ আছে এবং তাদের মাথাপিছু আয় আমাদের চেয়ে অনেক বেশি। কিন্তু আমাদের দেশের মানুষের গণতন্ত্রের জন্য লড়ে যাওয়ার যে শক্তি এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে বুক ফুলে দাঁড়িয়ে প্রতিরোধ করার যে শক্তি আছে এটা ওই সব দেশের নাই। যার প্রমাণ হলো শেখ হাসিনা যে বিদায় হয়েছে সেই সময়ের আবু সাঈদ বৈষম্যহীন বাংলাদেশ ও গণতন্ত্রের জন্য যেভাবে দুই হাত প্রসারতি করে বুলেটের সামনে দাঁড়িয়েছে। এ রকম আবু সাঈদ উন্নত দেশে নেই।

বিএনপির এই নেতা বলেন, তরুণদের কাছে আমার বিনীত আহ্বান হলো তারা যেনো দেশকে সবার ওপরে স্থান দেয়। দেশের জন্য সংগ্রাম করে এবং দেশের জন্য জীবন দিতে সব সময় যেন প্রস্তুত থাকে, সেটাই হলো আমাদের রক্ষা কবজ। আর সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনো দিন নষ্ট হতে না পারে।

লালমোহন শ্রী শ্রী মদন মোহন জিউর মন্দিরের সভাপতি নিরব কুমার দের সভাপতিত্বে এ সময় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি মো. ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপ নিয়ে ‘মিরাকল’-এর আশায় বিসিবি সভাপতি Jan 21, 2026
img
কানাডা থেকে ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার লিটার সয়াবিন কিনবে সরকার Jan 21, 2026
img
স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কার হলেন চট্টগ্রাম বিএনপির ৩ নেতা Jan 21, 2026
img
ট্রেলারেই ঝড় তুলল ‘ও রোমিও' Jan 21, 2026
img
ইভ্যালির সিইও রাসেলের বিরুদ্ধে ২৬৩ ও শামীমার বিরুদ্ধে ১২৮ পরোয়ানা Jan 21, 2026
img
ফিফটি করে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা Jan 21, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে মাঠে নামছেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু Jan 21, 2026
img
সুশান্তের জন্মদিনে ফিরে দেখা তাঁর সেরা ৫ সিনেমা Jan 21, 2026
img
২ দিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন জামায়াতে আমির Jan 21, 2026
img
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে রুপা, ভরি কত? Jan 21, 2026
img
ইলিয়াস কাঞ্চনকে নিয়ে মৃত্যুর গুজব, পরিবারের তীব্র ক্ষোভ প্রকাশ Jan 21, 2026
img
সিলেটকে ১২ রানে হারিয়ে ফাইনালে রাজশাহী Jan 21, 2026
img
আফকন ট্রফি জেতার পর লাখপতি মানেরা, পেলেন জমি Jan 21, 2026
img
ঢাকা থেকে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা শুরু বৃহস্পতিবার Jan 21, 2026
img
শাহরুখকে ধূমপান ছাড়ার পরামর্শ দিয়েছিলেন দেব আনন্দ Jan 21, 2026
যে ৩টি সুন্নত আমাদের ভালো রাখে | ইসলামিক টিপস Jan 21, 2026
ব্রাজিল এবার হেক্সা জিতবে- মনেপ্রাণে বিশ্বাস করেন নেইমার Jan 21, 2026
আইজানের ইচ্ছায় মা-ছেলে নিউ ইয়র্ক সফর Jan 21, 2026
img
দেড় দশক পর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু জাপানে Jan 21, 2026
img
ভারতকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ Jan 21, 2026