আওয়ামী লীগের যারা কোনো অপরাধে জড়িত নন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারেরই দায়িত্ব-এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। একই সঙ্গে, কেউ আসামি না হলেও যাকে-তাকে আসামি বানিয়ে পুলিশি হয়রানির অভিযোগ তুলে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান তিনি।
বুধবার ২১ জানুয়ারি, বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বরিশাল সদর ৫ ও ৬ আসন থেকে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ফয়জুল করিম।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল তাকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করায় তিনি কৃতজ্ঞ। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের সঙ্গে জোটগতভাবে নয়, এককভাবেই নির্বাচনী মাঠে থাকবে বলে জানান তিনি।
এ সময় ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের এই শীর্ষ নেতা।
এসকে/টিএ