ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমাদের নির্বাচনী এলাকায় গণভোটের ব্যাপারটা নতুন। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের একটা বিশাল ভূমিকা আছে। সেটা হলো, ভোটারদের ব্যাপারটা অবহিত করা। গণভোট কিভাবে হবে বা কি ব্যাপারে তারা গণভোটটা দিচ্ছে, সে বিষয় শিক্ষা দেওয়া।
বিএনপির পক্ষ থেকে ভোটারদের গণভোটের ব্যাপারে অবহতি করা হচ্ছে। আমরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণ করছি এবং করব।
আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার হাত থেকে ধানের শীষ প্রতীক চিঠি গ্রহণ করার পর সাংবাদিকদের সঙ্গে আপালকালে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, কোনো ষড়যন্ত্রকারীরা যাতে ষড়যন্ত্র করে নির্বাচন ব্যাহত করতে না পারে সেই জায়গায় নির্বাচন কমিশন ও সরকারের ভালো দৃষ্টি থাকতে হবে।
আমরা রাজনৈতিক দল এবং ভোটাররা সজাগ আছি। আমরা কোনোভাবেই চাই না আগামী ফ্রি ফেয়ার নির্বাচনটা ব্যাহত হোক।
নিজ এলাকার নির্বাচন পরিবেশ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, আমার এলাকার নির্বাচনী পরিবেশ শান্ত আছে। আমি আশা করব, নির্বাচন কমিশন ও তাদের কর্মকর্তারা শক্ত ভূমিকা পালন করবে।
যাতে সব প্রার্থী লেভেল প্লেয়িং ফিল্ড পায়। আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। যে বিধিমালা দিয়েছে, সেটা আমরা নেমে চলব।
অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের পরিবেশটা নির্বাচন কমিশনকে ঠিক রাখতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।
লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সেগুলো উদ্ধার কাজ আরো জোরোশোরে করতে হবে।
এ সময় সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা শাহিন মাতুব্বর ও যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পিএ/টিএ