শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাতে ফল প্রকাশ করা হয়। ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফলাফল অনুযায়ী, এ-১ ইউনিটে ২৯ হাজার ৭৩৭, এ-২ ইউনিটে ১৭৮, বি ইউনিট (বিজ্ঞান) ৪ হাজার ৯৩৮, বি ইউনিট (কলা) ৪ হাজার ৬২৮, বি ইউনিট (ব্যবসায় শিক্ষা) ৯০৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এ বছর ঢাকার কেন্দ্রগুলোতে উপস্থিতির হার ৮২ দশমিক ৯৮ শতাংশ এবং সিলেটে ৭৬ দশমিক ৫৪ শতাংশ। সে হিসাবে ‘এ’ ইউনিটে গড় উপস্থিতির হার ছিল ৮১ দশমিক ৮১ শতাংশ। এবারে এ ইউনিটের ৯৮৫ আসনের বিপরীতে অংশ নিয়েছিল ৫২ হাজার ৮২৩ শিক্ষার্থী।
অন্যদিকে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাকার কেন্দ্রগুলোতে উপস্থিতির হার ৭৯ দশমিক ৭৮ শতাংশ এবং সিলেটে ৮৫ দশমিক ২৭ শতাংশ। সে হিসাবে ‘বি’ ইউনিটে গড় উপস্থিতির হার ছিল ৮১ দশমিক ৮৭ শতাংশ। এবারে ‘বি’ ইউনিটের ৫৮১ আসনের বিপরীতে অংশ নিয়েছিল ১৮ হাজার ২৫২ শিক্ষার্থী।
এসকে/এসএন