যারা হত্যা ও চাঁদাবাজি করে না ভোট তাদের জন্য এবং যারা ন্যায়ের পক্ষে তাদের জন্য হ্যাঁ ভোট- এমন মন্তব্য করেছেন ১০ দলীয় জোট সঙ্গী দল গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
নতুন করে একটি দল না ভোটের পক্ষে প্রচারণা করছে জানিয়ে তিনি বলেন, যারা ছাত্র-জনতাকে হত্যা করে তাদের জন্য না, যারা চাঁদাবাজি করে তাদের জন্য না, যারা স্বৈরাচার তাদের জন্য না আর এদের রুখে দিতে আমরা ন্যায়ের পক্ষে হ্যাঁ ভোট দেব।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জনসমাবেশে রাশেদ প্রধান ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসু ভিপি সাদিক কায়েম, জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান, ঢাকা-১৬ আসনের প্রার্থী ও শিক্ষাবিদ কর্নের আব্দুল বাতেনসহ অনেকে।
রাশেদ প্রধান বলেন, আমরা শান্তি চাই৷ কিন্তু আমাদের শান্তির পথ কেউ রুখতে চাইলে কঠিন ভাষায় জবাব দেব। আমরা শহীদ হতে প্রস্তুত আছি। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। নতুন বাংলাদেশে কোনো জুলুম চলবে না। জবাব হবে ১২ ফেব্রুয়ারি। আমি একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলাম। কিন্তু, মহান আল্লাহ আমাকে একটির পরিবর্তে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছেন।
জাগপা সহ-সভাপতি আরও বলেন, আমরা আগামীর বাংলাদেশ স্বৈরাচারমুক্ত চাই, ভারতীয় প্রভাবমুক্ত বাংলাদেশ চাই। তাই, নির্বাচনে ভোট দেওয়ার আগে বিবেচনা করুন, কারা ভারতের পক্ষে আর কারা দেশের স্বার্থের পক্ষ। জুলাই আন্দোলনকে বিজয়ী করতে অবশ্যই গণভোটকে হ্যাঁ বলুন।
জনসমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন শহীদ আব্দুল হান্নানের ছেলে ড. সাঈদ খান। স্বাগত বক্তব্য রাখেন জামায়েতে ইসলামীর কাফরুল উত্তর থানার আমির রেজাউল করিম মাহমুদ, কাফরুল পশ্চিম থানার আমির আব্দুল মতিন খান, কাফরুল দক্ষিণ থানার আমির আনোয়ারুল করিম, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম।
এমআই/টিকে