দুই সন্তানের জননী ও জনপ্রিয় অভিনেত্রী পরীমনি বরাবরই সামাজিক নানা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক পুরুষ শিক্ষক ও এক নারী শিক্ষকের হাতে এক শিশুর নির্মম নির্যাতনের ভিডিও দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি।
ভাইরাল হওয়া সেই ভিডিওটি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে পরীমনি লিখেছেন, আমি মাইরা ফালাইতাম এইগুলারে পারলে। উফ! আমি আমার বাচ্চাকে কল্পনা করে ফেলেছি এখানে। এখন আমার পাগল পাগল লাগতাছে ভাই। আল্লাহ!
একজন মা হিসেবে এই অমানবিক দৃশ্য দেখে নিজের মানসিক যন্ত্রণার কথা এভাবেই প্রকাশ করেছেন তিনি। ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে, আর পরীমনির এই সরাসরি প্রতিবাদ সেই ক্ষোভের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।
শুধু শিশু নির্যাতনই নয়, যারা অন্যের বয়স বা ব্যক্তিগত জীবন নিয়ে অহেতুক সমালোচনা করেন, তাদের উদ্দেশ্যেও এক দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন অভিনেত্রী। নিজের ভেরিফায়েড পেজে তিনি লেখেন, অন্যের সৌন্দর্য বা বয়স নিয়ে না ভেবে নিজের জীবনের বেঁচে থাকা সৌন্দর্যটুকু খুঁজে তা উপভোগ করতে শিখুন। জীবন ছোট-বড় বলে কিছু নেই। এ জীবন কিন্তু অনিশ্চিত।
নেতিবাচক মানসিকতার মানুষদের করুণা না করে বরং নিজের আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি আরও লেখেন, মনের কুৎসিত দিয়ে যারা সুন্দর দেখতে পায় না, তাদের ব্যর্থতা নিয়ে তিনি ভাবিত নন। পোস্টের শেষে তিনি দৃঢ়ভাবে লেখেন, ‘আমি একটা পরী’।
ব্যক্তিগত জীবন আর প্রতিবাদের পাশাপাশি ক্যারিয়ারেও বেশ ব্যস্ত সময় পার করছেন পরীমনি। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘শাস্তি’ শিরোনামের একটি নতুন সিনেমায়। লিসা গাজীর পরিচালনায় এই ছবিতে দর্শক তাকে প্রথমবারের মতো দাপুটে অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করতে দেখবেন।
এমআই/টিকে