মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ ১ বিলিয়ন ডলার পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রে জব্দ করা রাশিয়ান সম্পদ থেকেই সরবরাহ করা হতে পারে।
পুতিন জানান, বিষয়টি নিয়ে আজই ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে পুতিনের সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ‘বোর্ড অব পিস’-এ যোগদানের বিষয়ে যুক্তরাজ্য আপত্তি জানিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
এমআর/টিকে