দিনাজপুর-৬ আসনে (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) বিএনপি প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন নিজ উপজেলা নবাবগঞ্জ এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে দাদা, চাচির কবর জিয়ারত শেষে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চকদলু, তাহেরগঞ্জসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারে অংশ নেন তিনি। এ সময় স্থানীয় বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন হাটবাজার, সড়ক ও জনবহুল এলাকায় দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন ডা. জাহিদ।
স্থানীয় বিএনপি নেতারা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নবাবগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ক্রমে গণসংযোগ ও প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে।
দলীয় নেতাকর্মীরা, দিনাজপুর-৬ আসনের সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
টিজে/টিএ