ঢাকা-৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হাজী এনায়েত উল্লাহর নির্বাচনী সমাবেশ থেকে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের চকবাজার থানার আমির আনিসুর রহমান। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।
জামায়াতে ইসলামী সূত্র জানায়, বৃহস্পতিবার হাফেজ এনায়েত উল্লাহর নির্বাচনি সমাবেশ থেকে অস্ত্রসহ ওই দুজনকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর চকবাজার থানার আনিসুর রহমান বলেন, আটককৃত দুইজনের মধ্যে একজনের গায়ে আওয়ামী লীগের একটি দলীয় টি-শার্ট রয়েছে এবং আরেকজন পাঞ্জাবি পরিহিত অবস্থায় রয়েছেন। বর্তমানে তারা চকবাজার থানা হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।
পিএ/টিএ