অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সব তারকারই থাকে। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তার কাছে গুরুত্বপূর্ণ কিছু নয়। আমান্ডা সেফ্রিড প্রথম অস্কারে মনোনয়ন পান ২০২১ সালে, ডেভিড ফিঞ্চার পরিচালিত 'মাল্ক' সিনেমার জন্য।
গত বছর মুক্তি পেয়েছে তার দুটি সিনেমা 'দ্য টেস্টিমেন্ট অব অ্যান লি' ও 'দ্য হাউসমেইড'। দুটি সিনেমাতেই প্রশংসিত হয়েছে তার অভিনয়। অ্যান লি চরিত্রের জন্য গোল্ডেন গ্লোবস ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে মনোনয়নও পেয়েছেন। ২২ জানুয়ারি ঘোষিত হবে এবারের অস্কারের মনোনয়ন। তাতেও আমান্ডা সেফ্রিডের নাম আসতে পারে, এমন গুঞ্জন আছে।
সম্প্রতি সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্কারের পক্ষ থেকে আমান্ডা সেফ্রিডের কাছে জানতে চাওয়া হয়, অস্কার জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? উত্তরে এ অভিনেত্রী বলেন, 'যদি পাই, সেটা অবশ্যই ভালো হবে। তবে অস্কারের কোনো প্রয়োজন আমার নেই। একজন শিল্পীর জীবনে সবচেয়ে জরুরি হচ্ছে দীর্ঘ সময় ধরে ক্যারিয়ারে টিকে থাকা। আমি অস্কার জেতা ছাড়াই এত দূর আসতে পেরেছি। আরও এগিয়ে যেতে চাই।
আইকে/টিএ