দীর্ঘ ১৮ বছর পর দেশে অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে উল্লেখ করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, অতীতে কে কী করেছে তা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। তাদের বিচার জনগণ ও আল্লাহ করবেন। আমার কাছে সর্ব প্রথমেই হচ্ছে দেশ, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচারকালে আদর্শনগর এলাকার ভরাম-শ্রীরামপুর চৌরাস্তা পথসভায় তিনি এসব কথা বলেন।
বাবর বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। আমাদের নেতা তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। আমার কাছেও সবার আগে দেশ, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণ। এ সময় মাদক ও জুয়া থেকে যুব সমাজকে রক্ষা করতে সকল পিতা মাতার দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পথসভায় অন্যদের মধ্যে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলসহ বিএনপির অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
পিএ/টিএ