বলিউডের গ্রিক গড হৃতিক রোশন ভাগ করলেন ১৯৮৪ থেকে ২০২৬ পর্যন্ত ফিটনেস যাত্রার থ্রোব্যাক।
'আমার জন্য প্রার্থনা করুন', হঠাৎ কী এমন হল ‘গ্রিক গড’ হৃতিকের? বলিউডে ‘গ্রিক গড’ বলা হলে হৃতিক রোশনের (Hrithik Roshan) নামটাই সবার আগে মনে আসে। আর সেটা যে শুধু একটা তকমা নয়, তা নতুন করে বলার দরকার পড়ে না। বয়স এখন ৫২ হলেও তা তাঁর মধ্যে একেবারেই ধরা পড়ে না। বরং বয়সকে যেন বারবার হার মানাচ্ছেন তিনি। সময়ের সঙ্গে দৌড়াচ্ছেন না, সময়কেই ছাপিয়ে যাচ্ছেন হৃতিক। আর ঠিক এই কারণেই তাঁর সাম্প্রতিক একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে এখন নেটদুনিয়ায় এত আলোচনা।
ইন্টারনেটে যখন ‘২০২৬ ইজ দ্য নিউ ২০১৬’ ট্রেন্ড তুঙ্গে, ঠিক তখনই হৃতিক ভাগ করে নিলেন একগুচ্ছ থ্রোব্যাক জিম ছবি। কোথাও ফ্লেক্স করা বাইসেপস, কোথাও নিখুঁতভাবে গড়া আপার বডি, প্রতিটি ফ্রেমেই যেন একজন সম্পূর্ণ প্রফেশনাল নিজের শরীরী ভাষা দিয়ে কথা বলছেন। ছবিগুলোর টাইমলাইন আরও বেশি চমকপ্রদ। ১৯৮৪ সাল থেকে শুরু করে একেবারে সাম্প্রতিক ২০২৬, এই দীর্ঘ সময়জুড়ে তাঁর ফিটনেস যাত্রার নানা মুহূর্ত ধরা পড়েছে সেই পোস্টে। এমনকি রয়েছে শৈশবের একটি ছবিও, যেখানে ছোট্ট হৃতিক নিজের ‘টিনি বাইসেপস’ দেখাচ্ছেন। যেন বোঝাচ্ছেন, ফিটনেসের সঙ্গে তাঁর সম্পর্ক তারকাখ্যাতির অনেক আগের।
এই ছবিগুলোর সঙ্গে হৃতিক দিয়েছেন একরাশ আত্মরস মেশানো ক্যাপশন। লিখেছেন, “যত বইই পড়ি, জীবনকে যত গভীরভাবে বুঝতে শিখি না কেন, ‘বলিউড বাইসেপস’-এর প্রতি এই হার্ডওয়্যার্ড আকর্ষণটা কিছুতেই ছাড়ছে না। আশা করি কোনও একদিন মুক্তি পাব। আমার জন্য প্রার্থনা করুন।” পোস্ট প্রকাশ্যে আসতেই কমেন্ট বক্স ভরে ওঠে অনুরাগীদের ভালবাসা আর প্রশংসায়। কেউ লিখেছেন, “বয়স বাড়ছে, সৌন্দর্য আরও বাড়ছে, চলুক চলুক!” আরেকজনের মন্তব্য, “কহো না… পেয়ার হ্যায়-এর পর থেকে বাইসেপস একই আছে। তুমি সত্যিই অনন্য।”
অনেকেই আবার ধন্দে পড়ে গিয়েছেন, কোন ছবিটা আসলে সাম্প্রতিক, আর কোনটা পুরনো? এক ভক্তের কথায়, “এখনও বুঝে উঠতে পারছি না কোনটা নতুন ছবি।” আরেকজন যোগ করেছেন, “একটাও কি সত্যিই আজকের? সব ক’টাই যেন তিরিশের কোঠার।” সব মন্তব্যের সারাংশ ধরা পড়েছে একটি সংক্ষিপ্ত লাইনে “গ্রিক গড, কারণ তো আছেই।”
চলতি বছরের ১৪ জানুয়ারি ২০২৬-এ বলিউডে ২৬ বছর পূর্ণ করেছেন হৃতিক রোশন। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘কহো না… পেয়ার হ্যায়’ তাঁকে রাতারাতি সুপারস্টারের আসনে বসিয়েছিল। সেই অভিষেকের পর টানা দু’দশকেরও বেশি সময় ধরে তিনি ইন্ডাস্ট্রির প্রথম সারিতে নিজের জায়গা শক্ত করে রেখেছেন। এখন কেরিয়ারের এক নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন হৃতিক। অভিনয়ের পাশাপাশি প্রথমবার ক্যামেরার পিছনেও দেখা যাবে তাঁকে। কিছু মাস আগে পরিচালক রাকেশ রোশন ঘোষণা করেছেন, ‘কৃষ ৪’ দিয়েই পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে হৃতিকের, যদিও ছবির বিস্তারিত এখনও প্রকাশ্যে আসেনি।
আইকে/টিএ