ব্যাংককের ননথাবুরি হলে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পাকিস্তানের বিপক্ষে ৫-১ গোলে হেরে সাফ ফুটসালের শিরোপা দৌড় থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের রাহবার ওয়াহেদ খান ও মঈনদের দল পাকিস্তানের সঙ্গে লড়াই করতে পারলেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে হেরে যায়।
প্রথমার্ধেই পাকিস্তান এগিয়ে যায়। ১৭তম মিনিটে হামজার কর্নার থেকে আলি আঘা ফেরত পাসে গোল করেন। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ভুলের সুযোগে জাইদ উল্লাহ খান গোল করলে ব্যবধান আরও বেড়ে যায়। ম্যাচের পাঁচ মিনিট বাকি থাকতে ফায়েদ আজমের একটি গোলে বাংলাদেশ আংশিক প্রত্যাবর্তন দেখায়, তবে পরের তিন গোল পাকিস্তানের দখলে গিয়ে বাংলাদেশ হেরে যায়।
এই হারে বাংলাদেশ পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের রাউন্ড রবিন লিগে তৃতীয় স্থানে রয়েছে। শিরোপা দৌড়ে মালদ্বীপ এগিয়ে আছে, চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে। পাকিস্তান ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
বাংলাদেশ ম্যাচে শুরু থেকেই চোখে চোখ রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পাকিস্তানের সালার আহমেদ খান, জাইদ উল্লাহ ও আলি আঘার গোলের কারণে বাংলাদেশ বড় ব্যবধানে হেরে যায় এবং সাফ ফুটসালের শিরোপার আশা শেষ হয়ে যায়।
আগামী শনিবার (২৪ জানুয়ারি) রাউন্ড রবিন লিগে বাংলাদেশ নেপালের সঙ্গে মুখোমুখি হবে।
এমআই/টিএ