হোবার্ট হারিকেন্সের হয়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে মাতাচ্ছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। তার অধিনায়ক নাথান এলিস, দলকে তুলেছেন কোয়ালিফায়ারে। তবে ফাইনালে ওঠার সেই ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন না। হ্যামস্ট্রিং চোটে পড়েছেন এলিস।
শুক্রবার সন্ধ্যায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হারিকেন্স সিডনি সিক্সার্সের মুখোমুখি হবে, বিজয়ী দল রোববার অপটাস স্টেডিয়ামে পার্থ স্কোচার্সের বিপক্ষে ফাইনালে খেলবে। ব্রিসবেন হিটের বিপক্ষে চোটে পড়েছেন এলিস। মেলবোর্ন স্টার্সের বিপক্ষে নকআউট ম্যাচে খেলতে পারেননি, যেখানে হারিকেন্স ৩ রানে জিতেছে।
হোবার্ট হারিকেন্স বিবৃতিতে জানিয়েছে, ‘হোবার্ট নিশ্চিত করছে যে, অধিনায়ক নাথান এলিস হ্যামস্ট্রিং চোটে বিবিএল মৌসুমের বাকি অংশে খেলতে পারবেন না। বুধবার রাতে নকআউট খেলতে না পারা এলিস শেষ দুটি ম্যাচে ফিরে আসার চেষ্টায় ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত চোট কাটিয়ে উঠতে পারেননি।’
হারিকেন্সের সর্বোচ্চ উইকেট শিকারীকে ইতিমধ্যে বিশ্রাম দেয়া হয়েছে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাটের টি-টুয়েন্টি সিরিজে তাকে রাখা হয়নি।
এমআই/টিএ