রাজ-শুভশ্রীর ছোট্ট কন্যা ইয়ালিনির হাতেখড়ি, লাল শাড়ি ও আলতা নিয়ে বিশেষ দিন
নভেম্বর এলে তিন বছরের হতে চলেছে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মেয়ে ইয়ালিনি। এই বছর মায়ের কোলে বসে ছোট্ট ইয়ালিনির হাতেখড়ি সম্পন্ন হলো।
ছোট্ট ইয়ালিনি পরেছিল লালপেড়ে সাদা শাড়ি, পায়ে আলতা এবং গলায় দক্ষিণী হার। সরস্বতীপুজোর সকালে মা-মেয়ের এই মুহূর্তে উপস্থিত ছিলেন রাজ। পরিচালকের অফিসে প্রতি বছরই ধুমধাম করে সরস্বতীপুজোর আয়োজন হয়, কিন্তু এই দিনটি ছিল আরও বিশেষ—এক দিকে মেয়ের হাতেখড়ি, অন্য দিকে রাজের ‘হোক কলরব’ ছবির মুক্তি।
রাজ বলেন, “প্রথমবার শাড়ি পরেছে, পায়ে আলতা। ঠাকুরমশাই মন্ত্র পাঠ করার আগে নিজেই ‘ওয়ান-টু’ বলতে শুরু করেছে।” অভিভাবকরা সব আয়োজন সামলাচ্ছিলেন, কিন্তু দিনের মূল আকর্ষণ ছিল ইয়ালিনি।