বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ প্রশ্নে কী ব্যাখ্যা দিলেন বিসিসিআই সভাপতি?

ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না- এই অবস্থানেই অনড় রয়েছে বাংলাদেশ। বিসিবির এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি মিথুন মানহাস। বৃহস্পতিবার ভারতের রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলেও তিনি বিষয়টি এড়িয়ে যান।

সাংবাদিকদের বারবার প্রশ্নের মুখে হাসিমুখে বিসিসিআই সভাপতি বলেন, “আমি এখানে রায়পুরে দ্বিতীয় টি- টোয়েন্টি ম্যাচের (ভারত-নিউজিল্যান্ড) জন্য এসেছি।” তবে সূত্রের দাবি, এই নীরবতা কৌশলগত অবস্থান। অফিসিয়ালি আইসিসির বিবৃতির আগে কিছুই বলতে চাইছে না ভারতীয় বোর্ড।



এর এক দিন আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করে দেয়। এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, তারা ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নেবে না।

আইসিসির সিদ্ধান্তের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বৈশ্বিক ক্রিকেট সংস্থাটির বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলেছেন। তিনি বলেন, পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের ব্যবস্থা করেছিল আইসিসি। ইএসপিএন ক্রিকইনফোকে আমিনুল ইসলাম বলেন, “গত ফেব্রুয়ারিতে একটি দেশ অন্য দেশে যেতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের জন্য নিরপেক্ষ ভেন্যুর ব্যবস্থা করেছিল। তারা এক মাঠে খেলেছে, এক হোটেলে থেকেছে- এটি ছিল বিশেষ সুবিধা।”

এর আগে গণমাধ্যমকে আমিনুল ইসলাম বুলবুল বলছিলেন, ‘‘বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি বিশ্বকাপে খেলতে না পারলে আইসিসি একটা বিশাল মিস করবে। যেখানে ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে এবং ভারত কমনওয়েলথ গেমসের হোস্ট হতে বিড করছে, সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি যদি না যায়, হোস্ট কান্ট্রির জন্য সেটা একটা ব্যর্থতা।’’

তবে এখনও বিশ্বকাপে খেলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘‘আমরা আমাদের মতো চেষ্টা করে যাব। আমরা এখনও হাল ছাড়ছি না। আমরা আজকে আরও কিছু জিনিস নিয়ে আবার কমিউনিকেশন করব এবং চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ভারতে খেলতে যেতে চাই না। আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনও রেডি, আমাদের দল রেডি আছে।’’


আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের প্রতিনিধি নির্বাচন করুন: তারেক রহমান Jan 23, 2026
img

জাতীয় সংসদ নির্বাচন

পরিস্থিতি স্বাভাবিক রাখতে মৌলভীবাজারে যৌথবাহিনীর টহল কার্যক্রম উদ্বোধন Jan 23, 2026
img
শেষ বলে শান্তকে ফিরিয়ে বিপিএলে সর্বোচ্চ উইকেট-টেকার শরিফুল Jan 23, 2026
img
যারা ফ্যামিলি কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন: ডা. তাহের Jan 23, 2026
img
প্রবাসীদের ভোটদানের সময় এক সপ্তাহ বাড়ানোর দাবি জামায়াতের Jan 23, 2026
img
রোববারেই বাগদান সারছেন অভিনেত্রী অদ্রিজা রায় Jan 23, 2026
img
দক্ষ তরুণ প্রজন্মই গড়বে স্বপ্নের বাংলাদেশ: ইউজিসি চেয়ারম্যান Jan 23, 2026
img
রিশাদের বিগ ব্যাশ লিগে পারফরম্যান্স কেমন ছিল? Jan 23, 2026
img
তানজিদের রেকর্ডগড়া শতকে রাজশাহীর চ্যালেঞ্জিং পুঁজি Jan 23, 2026
img
'বোর্ড অব পিস'-এ কানাডাকে চান না, আমন্ত্রণ দিয়ে ফিরিয়ে নিলেন ট্রাম্প Jan 23, 2026
img
ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধা ও একাত্তরের বীরদের ঋণ শোধ করা হবে: জামায়াত আমির Jan 23, 2026
img
ইসলামের লেবেল লাগিয়ে তারা আমাদের ধোঁকা দিয়েছে : মুফতী রেজাউল করিম Jan 23, 2026
img
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার প্রকাশ Jan 23, 2026
img
নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ Jan 23, 2026
ঈদে মুক্তি ‘প্রিন্স’, শাকিবের সঙ্গে কাজ নিয়ে উচ্ছ্বাস Jan 23, 2026
ক্যামেরার বাইরে ভয়াবহ রাতের গল্প মিমির Jan 23, 2026
img
ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি : প্রধান উপদেষ্টা Jan 23, 2026
img
নির্বাসিত জীবনে তারেক রহমান দেশের কল্যাণের কথা ভেবেছেন: নজরুল ইসলাম Jan 23, 2026
img
যারা স্বাধীনতা চায়নি, তাদের হাতে ক্ষমতা গেলে দেশ টিকবে না : মির্জা ফখরুল Jan 23, 2026
img
বরিশালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা Jan 23, 2026