বাড়িতে এলেও চুরি-ছিনতাই করতেন সেই সবুজ

ঢাকার সাভারে গত ৭ মাসে ৬ খুনের ঘটনায় সিরিয়াল কিলার সবুজ শেখ ওরফে মশিউর রহমান সম্রাট তার বাবা-মাকে কোনো ভরণপোষণ দিতেন না। নিজেই বিয়ে করছিলেন। তার একটি ছেলেও ছিল। তবে কোনো দিন সেই স্ত্রী ও সন্তানকে দেখার সুযোগ হয়নি সবুজের বাবা-মায়ের, এমনকি এলাকাবাসীরও। সবুজ ঢাকায় থাকলেও মাঝে মধ্যে ফিরতেন পৈতৃক ভিটায়। এলাকায় ফিরেও চুরি-ছিনতাই করতেন বলে জানান স্থানীয়রা। 

সিরিয়াল কিলার মশিউর রহমান সম্রাটের আসল নাম সবুজ শেখ। তিনি মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার হলুদিয়া ইউনিয়নের মৌছামান্দ্রা গ্রামের পান্না শেখের ছেলে।

সরেজমিনে বৃহস্পতিবার বিকেলে সবুজের পৈতৃক বাড়ি লৌহজং উপজেলার মৌছামন্দ্রা গ্রামে গিয়ে দেখা যায়, বাড়িটিতে একেবারে সুনসান নীরবতা। কাপড় দিয়ে ঘেড়া একটি টিন ও কাঠ দিয়ে নির্মিত পাটাতন ঘরে বসবাস করেন সবুজের মা মমতাজ বেগম ও বাবা পান্না সেখ। বাড়ির গেটের সামনে রয়েছে একটি ছাগলের ঘর। বেশ কিছু ছাগল লালন-পালন করেন পান্না সেখ। মিডিয়ার ভয়ে পান্না সেখ দিনের বেলায়  থাকেন আত্মগোপনে। সবুজের মা মমতাজ বেগম অনেকটা মানসিক ভারসাম্যহীন।

প্রতিবেশীরা জানান, ব্রেইন টিউমারসহ বিভিন্ন রোগে আক্রান্ত মমতাজ বেগম। ছেলের একাধিক খুনের কথা শুনে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন।

সবুজের মা মমতাজ বেগম বলেন, কোনো দিন একটি টাকাও বাবা-মাকে দেয়নি সবুজ। বিয়ে করেছে নিজের ইচ্ছায়। বউ-বাচ্চাও কোনো দিন দেখায়নি।

স্থানীয়রা জানান, সবুজের চার বোনের মধ্যে তিনজনের বিয়ে হয়ে গেছে, একজন এখনো অবিবাহিত। তবে তিনিও বাবা-মায়ের সাথে বসবাস করেন না। ৪ বোন ৩ ভাইয়ের মধ্যে সবুজ দ্বিতীয়। তিন ভাইয়ের মধ্যে সবার বড় সবুজ। এক ভাই ঢাকায় রঙের কাজ করেন, ছোট ভাই অটোরিকশা চালান।

স্থানীয়রা অভিযোগ করেন, সবুজ ছিনতাই, অটোরিকশা ও সাইকেল চুরির মতো বিভিন্ন অপরাধে জড়িত। মাঝে মধ্যে এলাকায় এসে চুরি-ছিনতাই করে পালিয়ে যেতেন। সর্বশেষ এক মাস আগে দুই দিন বাড়িতে থেকে আবার চলে যান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা য়ায়, সবুজের বাবা তার পৈতৃক বাসস্থানে খুব কম সময়ই বসবাস করেছেন। তবে বৃদ্ধ বয়সে প্রায় ১০ বছর আগে এলাকায় ফিরে বসবাস করতে শুরু করছেন। বর্তমানে বাড়িতে বেশ কিছু ছাগল পালন আর শ্রমিকের কাজ করে চলে তার সংসার। 

এলাকাবাসী জানান, সবুজের বাবা আগে ঢাকার জুরাইন এলাকায় বসবাস করতেন। তারপর কেরাণীগঞ্জ ও সভারে বসবাস করেন। প্রায় ১০ বছর আগে সবুজের বাবা তার পিত্রালয়ে ফিরে আসলেও সবুজসহ তার অন্যান্য ছেলেরা এলাকায় ফিরে আসেননি। তবে মাঝে মধ্যে ছেলেরাও বাবার বাড়িতে বেড়াতে আসেন।  প্রায় এক বছর আগে সবুজ এলাকায় একবার ফিরে আসেন একটি অটোগাড়ি ভাড়া নিয়ে। পরে ওই অটো চালকের গলায় ছুরি ঠেকিয়ে গাড়িটি ছিনতাই করার চেষ্টা করেন। এরপর তার বাবাসহ এলাকার লোকজন সবুজকে ধরে রিহ্যাবে দিয়ে দিয়েছিলেন। কেরানীগঞ্জে দিনের আলো রিহ্যাবে দেওয়া হয়েছিল তাকে। কিন্তু তাকে রিহ্যাবে দেওয়ায় সে তার বাবা ও দুই প্রতিবেশীর বিরুদ্ধে রিহ্যাব হতে পালিয়ে লৌহজং থানায় অভিযোগ দায়ের করেন।  গত এক মাস আগে একবার বাড়িতে এসেছিলেন সবুজ। এসে  নিজেই নিজের সঙ্গে কথা বলে সবাইকে গালাগালি করেন।

স্থানীয় অষ্টম শ্রেণির ছাত্র আবির বলেন, সবুজ মাঝে মধ্যে দেশে আসতো। আমাদের সাথে ঠিকমতোই কথাবার্তা বলতো। তবে মাঝে মাঝে তাকে নিজের সাথে নিজেই কথা বলতে দেখছি।

সবুজের প্রতিবেশী রাব্বি মিয়া বলেন, সবুজের বাবা এখানে নিয়মিত থাকতেন না। সবুজরা ঢাকায় বড় হয়েছে। মাঝেমধ্যে গ্রামে আসতো। সবুজের বাবা আগে ঢাকার জুরাইন এলাকায়, পরে কেরানীগঞ্জ, এরপর সাভার এলাকায় বসবাস করতেন। সবুজ ছোটবেলায় মাঝেমধ্যে বাবার সাথে এলাকায় ঘুরতে আসতো। তবে সবুজের বাবা প্রায় ১০ বছর আগে তার স্ত্রীকে নিয়ে গ্রামে বসবাস শুরু করেন। সবুজ গত এক বছর আগে বাড়িতে একটি অটোরিকশা ভাড়া করে নিয়ে আসেন। পরে ওই অটো চালকের গলায় ছুরি ধরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করলে তার বাবা তাকে রিহ্যাব সেন্টারে দিয়ে আসেন। রিহ্যাব সেন্টার থেকে ফিরে এসে সবুজ তার বাবা ও দুই প্রতিবেশীর বিরুদ্ধে লৌহজং থানায় অভিযোগ দায়ের করেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বৃদ্ধা জানান, সবুজরা ঢাকায় থাকতো। তবে মাঝেমধ্যে ওরা বাড়িতে আসতো সবুজের মা ব্রেইন টিউমারসহ এখন অনেকগুলো রোগে আক্রান্ত। সবুজ ঢাকায় ৬টা খুন করছে- এটা আমরা ইউটিউবে দেখছি। সাংবাদিকরা কয়েকদিন যাবৎ সবুজের বাসায় আসছে। ওর মা খুনের বিষয়গুলো জেনে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে।

এ ব্যাপারে হলদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল খান দেশের একটি গণমাধ্যমকে বলেন, সবুজের বাবা পান্না সেখের পৈতৃক বাড়ি আমার এলাকায় হলেও তারা কেউ আমার এলাকার ভোটার না। শুনেছি তারা জুরাইন বসবাস করতো। সেখানেই সবুজ ও তার ভাইবোনদের বেড়ে ওঠা। সবুজের বাবা কিছুদিন যাবৎ আমাদের এলাকায় বসবাস শুরু করেছেন। 
তিনি আরও বলেন, সবুজ বাড়ি এলেই এলাকায় চুরি ছিনতাই হতো। এখন আমরা বিষয়টি বুঝতে পেরেছি হয়তো এ ধরনের কাজ সেই করতো।

এ ব্যাপারে লৌহজং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে বলেন, আমি যতটুকু জানতে পেরেছি সবুজ একটা সাইকো। তার বিরোদ্ধে লৌহজং থানায়  কোনো মামলা নেই।

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img

জাতীয় সংসদ নির্বাচন

পরিস্থিতি স্বাভাবিক রাখতে মৌলভীবাজারে যৌথবাহিনীর টহল কার্যক্রম উদ্বোধন Jan 23, 2026
img
শেষ বলে শান্তকে ফিরিয়ে বিপিএলে সর্বোচ্চ উইকেট-টেকার শরিফুল Jan 23, 2026
img
যারা ফ্যামিলি কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন: ডা. তাহের Jan 23, 2026
img
প্রবাসীদের ভোটদানের সময় এক সপ্তাহ বাড়ানোর দাবি জামায়াতের Jan 23, 2026
img
রোববারেই বাগদান সারছেন অভিনেত্রী অদ্রিজা রায় Jan 23, 2026
img
দক্ষ তরুণ প্রজন্মই গড়বে স্বপ্নের বাংলাদেশ: ইউজিসি চেয়ারম্যান Jan 23, 2026
img
রিশাদের বিগ ব্যাশ লিগে পারফরম্যান্স কেমন ছিল? Jan 23, 2026
img
তানজিদের রেকর্ডগড়া শতকে রাজশাহীর চ্যালেঞ্জিং পুঁজি Jan 23, 2026
img
'বোর্ড অব পিস'-এ কানাডাকে চান না, আমন্ত্রণ দিয়ে ফিরিয়ে নিলেন ট্রাম্প Jan 23, 2026
img
ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধা ও একাত্তরের বীরদের ঋণ শোধ করা হবে: জামায়াত আমির Jan 23, 2026
img
ইসলামের লেবেল লাগিয়ে তারা আমাদের ধোঁকা দিয়েছে : মুফতী রেজাউল করিম Jan 23, 2026
img
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার প্রকাশ Jan 23, 2026
img
নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ Jan 23, 2026
ঈদে মুক্তি ‘প্রিন্স’, শাকিবের সঙ্গে কাজ নিয়ে উচ্ছ্বাস Jan 23, 2026
ক্যামেরার বাইরে ভয়াবহ রাতের গল্প মিমির Jan 23, 2026
img
ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি : প্রধান উপদেষ্টা Jan 23, 2026
img
নির্বাসিত জীবনে তারেক রহমান দেশের কল্যাণের কথা ভেবেছেন: নজরুল ইসলাম Jan 23, 2026
img
যারা স্বাধীনতা চায়নি, তাদের হাতে ক্ষমতা গেলে দেশ টিকবে না : মির্জা ফখরুল Jan 23, 2026
img
বরিশালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা Jan 23, 2026
img
দীঘির গায়ে রস পড়ায় সত্যিই কি চাকরি হারিয়েছেন ওয়েটার? Jan 23, 2026