নির্বাচনকালীন সময়ে রোহিঙ্গাদের ব্যবহার করে অপরাধ কার্যক্রম সংঘটন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার বিষয়ে সরকারকে সতর্ক করেছে দেশের একটি গোয়েন্দা সংস্থা। নির্বাচনের সময় নির্বাচন কমিশনের রোহিঙ্গা ক্যাম্প সিল করার সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব নয় বলেও মনে করে সংস্থাটি। তাই ক্যাম্প সিল না করে নিরাপত্তা বাড়ানোর সুপারিশ করেছে তারা।
গোয়েন্দা সংস্থার প্রতিবেদনটি গত ২২ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রতিবেদনে ক্যাম্প এলাকায় নষ্ট হয়ে পড়ে থাকা সিসি ক্যামেরা মেরামত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে।
ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে থাকা অবৈধ অস্ত্র কিংবা বিভিন্ন গ্রুপকে ব্যবহার করে নির্বাচনকালীন সময়ে স্বার্থান্বেষী মহল কক্সবাজার বা দেশের অন্যান্য স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড করতে পারে। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের অনেকেই বিভিন্ন সময়ে অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এসব অবৈধ ভোটার নির্বাচনে ভোট দেওয়ার চেষ্টা করতে পারে। একইসঙ্গে রোহিঙ্গারা নির্বাচন সম্পৃক্ত রাজনৈতিক কর্মকাণ্ডে (মিছিল, মিটিং, গণসংযোগ ইত্যাদি) যোগ দিতে পারে।
ইউটি/টিএ