বিখ্যাত গায়ক কুমার শানু আবারও সংবাদ শিরোনামে। গায়ক তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছিলেন। বিষয়টি বহুদিন ধরেই বিতর্কিত ছিল, বিশেষ করে রীতার একাধিক সাক্ষাৎকার ও প্রকাশিত মন্তব্যের পর। রীতা একাধিকবার কুমার শানুর ওপর অভিযোগ এনেছিলেন, যার মধ্যে অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁর মানসিক কষ্ট ও গায়কের পরকীয়া সম্পর্কের বিষয়গুলো ছিল উল্লেখযোগ্য।
কুমার শানু দাবি করেছিলেন, রীতার এসব মন্তব্য মিথ্যা এবং তা তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। আদালতেও তাঁর আইনজীবী জানান, প্রাক্তন স্ত্রীর কারণে গায়ককে আর্থিক ও মানসিক ক্ষতি হয়েছে। মামলার শুনানি শেষে আদালত সিদ্ধান্ত দেয়, রীতা যেন গায়ককে নিয়ে আর কোনও কুমন্তব্য বা মানহানিকর মন্তব্য না করেন। অর্থাৎ, মামলার রায় কুমার শানুর পক্ষে এসেছে।
এর আগে ‘বিগ বস্’-এ কুনিকা সদানন্দের সঙ্গে সম্পর্ক প্রকাশ হওয়ার পর বিতর্ক আরও ঘনীভূত হয়েছিল। রীতা জানিয়েছিলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া তাঁর জন্য খুব কষ্টদায়ক ছিল। আদালতের রায়ে স্পষ্টভাবে উঠে এসেছে, গায়কের ভাবমূর্তি রক্ষা করতে হবে এবং প্রাক্তন স্ত্রীকে সতর্ক থাকতে হবে।
পিআর/টিএ