বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ অদ্রিজা রায় এবার বাস্তব জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। দীর্ঘদিন মুম্বইতে অবস্থানরত এই অভিনেত্রী ‘অনুপমা’-র মতো হিন্দি ধারাবাহিকে কাজ করছেন। পর্দায় একাধিক বার বিয়ে করার পর এবার তিনি বাস্তবে সাতপাকে বাঁধা পড়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে পাত্র বাঙালি নন, তিনি দক্ষিণ ভারতের বিগ্নেশ আইয়ার।
খবর অনুযায়ী, আগামী ২৫ জানুয়ারি অদ্রিজা ও বিগ্নেশের বাগদানের অনুষ্ঠান হবে, যা শুধুমাত্র পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হবে। গত বছর মে মাসে এক বন্ধুর পার্টিতে পরিচয় হয় তাদের। সেখান থেকে ইনস্টাগ্রামে আলাপচারিতা শুরু হয় এবং জুনে প্রথম ডেট হয়। সেই ডেটে অদ্রিজা নিশ্চিত হন, বিগ্নেশই তাঁর সঙ্গী হতে চলেছেন। অভিনেত্রী জানান, তিনি সবসময় অভিনয় দুনিয়ার বাইরে কোনও মানুষকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলেন।
সামাজিক বিয়ে এই বছর অনুষ্ঠিত হবে না। বাগদানের পরও তারা দুই বছর অপেক্ষা করবেন। তবে বাঙালি ও দক্ষিণী দুই পরিবারের রীতি মেনে ভবিষ্যতে পরিপূর্ণ বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
পিআর/টিএ