বলিউডের পরিচিত মুখ রিমি সেনের লাবণ্য ও রূপ পরিবর্তন নিয়ে সম্প্রতি নেটপাড়ায় তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে। ‘হাঙ্গামা’, ‘গরম মশলা’, ‘কিঁউ কি’, ‘ফির হেরা ফেরি’, ‘গোলমাল: ফান আনলিমিটেড’, ‘ধুম ২’ সহ একাধিক হিন্দি ছবিতে নজর কাড়া অভিনেত্রী এক সময়ে বলিপাড়ার আলোচিত চরিত্র ছিলেন। তবে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকা রিমি বর্তমানে দুবাইয়ে স্থায়ী, যেখানে ঘরবাড়ি ও রিয়েল এস্টেটের ব্যবসা করছেন।
সম্প্রতি নেটাগরিকরা অভিযোগ করেন, রিমির নাক, ঠোঁট ও মুখের গঠন আগের মতো নেই, যেন প্লাস্টিক সার্জারি করেছেন। এ নিয়ে সরাসরি সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েছেন তিনি। তবে রিমি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কখনও প্লাস্টিক সার্জারি করাননি। রিমির ভাষ্য, ‘‘আমি বোটক্স, ফিলার ও পিআরপি ট্রিটমেন্ট করেছি, কিন্তু প্লাস্টিক সার্জারি অপ্রয়োজনীয়। মনে হয় কেউ নিজের অস্তিত্ব বদলাতে চায়, যেন অপরাধের পর রূপ পাল্টে দিতে হয়।’’
রিমির এই ব্যাখ্যা দিলেও সমালোচনা কমেনি। কেউ বলেছেন, “রিমি সেন যেন শেফালী জরিওয়ালায় পরিণত হয়েছেন,” কেউ আবার পরামর্শ দিয়েছেন আগের রূপে ফিরে আসার জন্য। বলিউডে এবং নেটপাড়ায় রিমির রূপ ও পরিবর্তনের বিষয়টি এখনও আলোচনার কেন্দ্রবিন্দু।
পিআর/টিএ