ফজরের নামাজের পর থেকে টানা গণসংযোগ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
অসুস্থতার কারণে শনিবারের (২৪ জানুয়ারি) সারাদিনের নির্বাচনী কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।
শনিবার সকাল সোয়া ৯টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ৮টা পর্যন্ত গণসংযোগ শেষ করার পর নাসীরুদ্দীন পাটওয়ারী শারীরিকভাবে অসুস্থ বোধ করেন।
শামিল আবদুল্লাহ বলেন, ‘এই মুহূর্তের জন্য আজকের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনি সুস্থ অনুভব করলেই আবার কর্মসূচি শুরু করা হবে, ইনশাআল্লাহ। পরবর্তী কর্মসূচির সময় ও স্থান ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’
এর আগে শনিবার সকালে শান্তিনগর বাজারে এক গণসংযোগে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তিনি বলেন, ‘চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। যারা ভয় দেখাতে আসবে, আমরা ধৈর্য ও শান্তির সঙ্গে তাদের মোকাবিলা করবো।’
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পলওয়েল মার্কেট, পিডব্লিউ কলোনি ও নয়াপল্টনে গণসংযোগ, পুরানা পল্টন মসজিদে জোহরের নামাজ আদায়, দুপুর ২টা ৩০ মিনিটে লিটল জুয়েল স্কুলের সামনে নির্বাচনী পথসভা, বায়তুল মোকাররমে আসরের নামাজ এবং পরে মসজিদ এলাকা ও গুলিস্তানে গণসংযোগ করার কথা ছিল।
অসুস্থতার কারণে এসব কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।
এমআর/টিএ