ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে রবিবার (২৫ জানুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই যুগ পর কুমিল্লা সফর করবেন। এই সফরে তিনি জেলার তিনটি উপজেলায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। তথ্যটি জানানো হয়েছে বিএনপির চেয়ারম্যান কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে।
দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ও ফেনীর সমাবেশ শেষ করার পর রবিবার বিকাল ৫টার দিকে তিনি চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে বক্তব্য রাখবেন।এরপর সন্ধ্যা ৭টায় কুমিল্লার সোয়াগাজীর ডিগবাজী মাঠে এবং সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ইদগাহ মাঠে সমাবেশে অংশ নেবেন।
কুমিল্লায় তারেক রহমানের আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গত দুই দিন ধরে সমাবেশ মঞ্চ তৈরি করা হচ্ছে, মঞ্চের চারপাশে তারেক রহমানকে স্বাগত জানিয়ে ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং জেলার শীর্ষ নেতারা ইতিমধ্যেই সমাবেশস্থল পরিদর্শন করেছেন। নেতারা আশা করছেন, তিনটি সমাবেশে অন্তত ২০ লাখ মানুষ উপস্থিত হবেন।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘তারেক রহমান ২০০২ সালে কুমিল্লা স্টেডিয়ামে বক্তব্য রেখেছিলেন। দীর্ঘ দুই যুগ পর তাকে আবার সরাসরি দেখে বক্তব্য শুনতে পারা আনন্দের। তৃণমূলের নেতাকর্মীরা তার বক্তব্যের অপেক্ষায় আছে।’
এ বিষয়ে কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মনিরুল হক চৌধুরী জানান, সোয়াগাজী সমাবেশটি তার নির্বাচনী এলাকায় হওয়ায় সেখানে প্রায় ১০ লাখ মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। এ ছাড়া আরো দুটি সমাবেশে তারেক রহমান বক্তব্য রাখবেন।
এসএস/টিএ