শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার দিঘলাকোণা এলাকার ১০৯০ নং সীমান্ত পিলারের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।
ফেরত দেয়া দু বাংলাদেশি হলেন- শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে কামাল মিয়া (৩২) ও পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার পলাশতলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আব্দুল করিম (৩৫)।
জানা গেছে, গত ১৯ জানুয়ারী দিবাগত রাতে ওই দুইজন ১০৯০ নং সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের মেঘালয় প্রদেশের তুরা জেলার গুঞ্জনপাড়া ক্যাম্পের অধিনে পাহাড়ী গ্রাম তিগরিতে অবৈধভাবে অনুপ্রবেশ করলে স্থানীয়রা তাদের আটক করে। পরে খবর পেয়ে বিএসএফ’র সদস্যরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।
এদিকে, দু’দেশের মধ্যে যোগাযোগের মাধ্যমে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। শনিবার ৫০ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ গুঞ্জনপাড়া বিএসএফ ক্যাম্পের সাথে কর্ণজোড়া বিজিবি ফাঁড়ির আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
এসময় উপস্থিত ছিলেন ৩৯ বিজিবির নকশি কোম্পানি কমান্ডার সুবেদার ফুল মিয়া, ভারতীয় ৫০ বিএসএফ ব্যাটেলিয়ানের গুঞ্জনপাড়া ক্যাম্পের দায়িত্বরত ক্যাম্প কমান্ডারসহ বিজিবি ও পুলিশ সদস্যরা।
শ্রীবরদী থানার উপ-পুলিশ পরিদর্শক মোরশেদ আলম বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ দুইজনকে হস্তান্তর করেছে। পরে সকল আইনী প্রক্রিয়া শেষে তাদের থানায় হস্তান্তর করে। এরপর আটক দুই বাংলাদেশীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
টিজে/টিএ