দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। জাতীয় দলে ফেরা নিয়েও ছিল শঙ্কা। তবে দেরিতে হলেও সেই শঙ্কা এখন আর নেই। সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা এখন খোলা। দল নির্বাচনের সময় তিনি নির্বাচকদের বিবেচনায় থাকবেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া বোর্ড পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, কেন্দ্রীয় চুক্তির জন্য সাকিবকে প্রস্তাব দিয়েছে বিসিবি।
শনিবার (২৪ জানুয়ারি) আসিফ আকবর সাংবাদিকদের বলেন, ‘সাকিবের সঙ্গে অনেকদিন ধরে যোগাযোগ করেছি, সে চায় দেশ থেকে বিদায় নিতে। সেটা আমরা শুনেছি, যার কারণে বিবেচনা করেছি। সরকারের সঙ্গে কথা হয়েছে। আবার যদি নতুন সরকার এসে না চায় তাহলে কিছু করার থাকবে না। কিন্তু আমরা (বিসিবি) চাই সাকিব আবার খেলুক।
বিস্তারিত আসছে...........