নাটোর-১ আসনে

বিএনপি প্রার্থীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে নির্বাচনী জনসভায় আপত্তিকর মন্তব্য করায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না মর্মে মুচলেকাও দিয়েছেন ওই প্রার্থী।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন সংলগ্ন কড়ইতলায় তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভায় এই ঘটনা ঘটে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন।

জানা গেছে, শনিবার বিকেলে আজিমনগর রেলস্টেশন এলাকায় নির্বাচনী পথসভার আয়োজন করেন স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপু। ওই সভায় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রঞ্জিত কুমার সরকার তার বক্তব্যে আসনটির বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

বক্তব্যের ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র সমালোচনা শুরু হয়। বিষয়টি নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন বলেন, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় তার একজন সমর্থক অপর একজন নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন, যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। এ অপরাধের পরিপ্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। প্রার্থী ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না বলে মুচলেকা দিয়েছেন। এদিকে নিজ দলের প্রার্থীর বিরুদ্ধে দলেরই নেতার এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জেলা বিএনপি।

নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারের করা কুরুচিপূর্ণ মন্তব্যের বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। দলের দায়িত্বশীল পদে থেকে তিনি কোনোভাবেই বিএনপির প্রার্থীর বিরুদ্ধে এমন অশালীন কথা বলতে পারেন না। বিষয়টি আগামীকাল কেন্দ্রে জানানো হবে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মন্তব্য জানতে নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
দেশের নীতিনির্ধারণে অংশ নিতে যুবসমাজ প্রস্তুত : তারেক রহমান Jan 25, 2026
img
শাহিদ-পত্নী মীরা কি এবার বলিউডে পা রাখতে চলেছেন? Jan 25, 2026
img
কঙ্গোয় শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন Jan 25, 2026
img
বান্দরবান থেকে বিএনপির জয়যাত্রা শুরু হবে: জেরী Jan 25, 2026
img
‘বিভাজন বিতর্ক’ উস্কে ফের চর্চায় এআর রহমান Jan 25, 2026
img
প্রতিদ্বন্দ্বিতা ভুলে কাছাকাছি সঙ্গীতশিল্পী রূপম ও সিধু Jan 25, 2026
img
বাংলাদেশকে নিয়ে আইসিসির সিদ্ধান্তে হতাশ আফ্রিদি Jan 25, 2026
img
নতুন ধারার রাজনীতিকে জয়ী করতে হবে : জামায়াত আমির Jan 25, 2026
img
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের কারণে ১৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল Jan 25, 2026
img
সোহেলের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন সীমা সাজদেহ Jan 25, 2026
img
আর্থিক ক্ষতি হলে হোক, পাকিস্তানকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর মন্তব্য শেহবাজ শরিফের উপদেষ্টার Jan 25, 2026
img
লাহোরে একটি হোটেলের বেজমেন্টে আগুন, প্রাণ গেল ৩ জনের Jan 25, 2026
img
যুক্তরাজ্যে ভারতীয় পরিবারগুলোতে কন্যাভ্রূণ গর্ভপাতের রেকর্ড Jan 25, 2026
img
ফরিদপুরের ভাঙ্গায় যাবেন তারেক রহমান, উপজেলা বিএনপির প্রস্তুতি সভা Jan 25, 2026
img
এবার মহুয়া বায়োপিকে থাকছে ২ অভিনেত্রী অঙ্কিতা ও দিব্যাণী Jan 25, 2026
img
জিম্বাবুয়ের দক্ষিণাঞ্চলে বন্যায় নিহত ৯ Jan 25, 2026
img
দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা Jan 25, 2026
img
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ Jan 25, 2026
img
কক্সবাজারে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবিস্ফোরিত বোমা Jan 25, 2026
img
কবরে গিয়ে যেন বলতে পারেন, দ্বীন কায়েমের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি: শাহরিয়ার কবির Jan 25, 2026