আর্থিক ক্ষতি হলে হোক, পাকিস্তানকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর মন্তব্য শেহবাজ শরিফের উপদেষ্টার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতে যেতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্তের পর এবার ঢাকার পাশে থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ। তিনি বলেছেন, এই বিষয়ে বাংলাদেশের পাশে অবস্থান নিলে দীর্ঘমেয়াদে পাকিস্তানই লাভবান হবে। তার মতে, এই সিদ্ধান্তে আর্থিক ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে বাংলাদেশের সঙ্গে অবস্থান নেয়াই পাকিস্তানের জন্য লাভজনক হতে পারে।

শনিবার (২৪ জানুয়ারি) জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে রানা সানাউল্লাহ বলেন, ‘আমার মনে হয়, এ বিষয়ে আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। দীর্ঘমেয়াদে এটি আমাদের স্বার্থে ভালো হবে’।

তবে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর এই জ্যেষ্ঠ নেতা স্বীকার করেন, বিশ্বকাপ বর্জনের সম্ভাব্য সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের জন্য আর্থিক ক্ষতি ডেকে আনতে পারে। তিনি বলেন, ‘হয়তো আমরা কম টাকা পাবো। কম টাকায় আমরা চলতে পারব। কিন্তু আজ পাকিস্তান যদি বাংলাদেশের পাশে দাঁড়ায়, এর প্রভাব হবে সুদূরপ্রসারী’।

এর আগে একই দিনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশ ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানানোর পর এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ীই টুর্নামেন্টে (পাকিস্তানের) অংশ নেয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই মুহূর্তে দেশে নেই। তিনি দেশে ফেরার পরই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।’

রানা সানাউল্লাহ বলেন, বাংলাদেশের পাশে দাঁড়ালে ১৯৭১ সালে ঢাকার পতনের সময় থেকে দুই দেশের মধ্যে যে ঐতিহাসিক দূরত্ব তৈরি হয়েছে, তা কমাতে সহায়তা হতে পারে। তিনি বলেন, ‘আমরা এমন এক নতুন সম্পর্কের পর্যায়ে যেতে পারি, যেখানে পাকিস্তান ও বাংলাদেশ হবে দুই ভাইয়ের মতো।’

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর এর প্রভাবশালী নেতা আরও বলেন, পাকিস্তানের সমর্থন হওয়া উচিত বাংলাদেশ রাষ্ট্রের প্রতি, কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারের প্রতি নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড কোনও রাজনৈতিক পরিচয় না দেখেই খেলোয়াড়টিকে ফেরত পাঠিয়েছে।

এদিকে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে পাকিস্তান প্রকাশ্যে সমর্থন জানিয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্বেগের পক্ষে আইসিসিকে চিঠিও দিয়েছে। শনিবার গণমাধ্যমে কথা বলতে গিয়ে পিসিবি চেয়ারম্যান বলেন, আইসিসি বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করেছে। তিনি জানান, সরকার থেকে নির্দেশনা পাওয়ার পরই পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

নাকভি বলেন, ‘আইসিসির বোর্ড সভায়ও আমি একই কথা বলেছি। দ্বিমুখী নীতি চলতে পারে না এক দেশের জন্য এক নিয়ম, আরেক দেশের জন্য আরেক নিয়ম’। তিনি বলেন, ‘বাংলাদেশও পাকিস্তানের মতোই আইসিসির সদস্য। পাকিস্তান ও ভারতের ক্ষেত্রে যদি সুবিধা দেয়া হয়ে থাকে, তবে বাংলাদেশের ক্ষেত্রেও সেটাই করা উচিত।’

নাকভি আরও বলেন, কোনও একটি দেশের অন্য দেশের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার চেষ্টা তিনি নিন্দা করেন। এমন হলে পাকিস্তান নিজস্ব অবস্থান স্পষ্ট করবে।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
দেশের নীতিনির্ধারণে অংশ নিতে যুবসমাজ প্রস্তুত : তারেক রহমান Jan 25, 2026
img
শাহিদ-পত্নী মীরা কি এবার বলিউডে পা রাখতে চলেছেন? Jan 25, 2026
img
কঙ্গোয় শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন Jan 25, 2026
img
বান্দরবান থেকে বিএনপির জয়যাত্রা শুরু হবে: জেরী Jan 25, 2026
img
‘বিভাজন বিতর্ক’ উস্কে ফের চর্চায় এআর রহমান Jan 25, 2026
img
প্রতিদ্বন্দ্বিতা ভুলে কাছাকাছি সঙ্গীতশিল্পী রূপম ও সিধু Jan 25, 2026
img
বাংলাদেশকে নিয়ে আইসিসির সিদ্ধান্তে হতাশ আফ্রিদি Jan 25, 2026
img
নতুন ধারার রাজনীতিকে জয়ী করতে হবে : জামায়াত আমির Jan 25, 2026
img
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের কারণে ১৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল Jan 25, 2026
img
সোহেলের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন সীমা সাজদেহ Jan 25, 2026
img
আর্থিক ক্ষতি হলে হোক, পাকিস্তানকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর মন্তব্য শেহবাজ শরিফের উপদেষ্টার Jan 25, 2026
img
লাহোরে একটি হোটেলের বেজমেন্টে আগুন, প্রাণ গেল ৩ জনের Jan 25, 2026
img
যুক্তরাজ্যে ভারতীয় পরিবারগুলোতে কন্যাভ্রূণ গর্ভপাতের রেকর্ড Jan 25, 2026
img
ফরিদপুরের ভাঙ্গায় যাবেন তারেক রহমান, উপজেলা বিএনপির প্রস্তুতি সভা Jan 25, 2026
img
এবার মহুয়া বায়োপিকে থাকছে ২ অভিনেত্রী অঙ্কিতা ও দিব্যাণী Jan 25, 2026
img
জিম্বাবুয়ের দক্ষিণাঞ্চলে বন্যায় নিহত ৯ Jan 25, 2026
img
দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা Jan 25, 2026
img
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ Jan 25, 2026
img
কক্সবাজারে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবিস্ফোরিত বোমা Jan 25, 2026
img
কবরে গিয়ে যেন বলতে পারেন, দ্বীন কায়েমের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি: শাহরিয়ার কবির Jan 25, 2026