বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বস্তাপচা রাজনীতিকে লাল কার্ড দেখিয়ে নতুন ধারার এবং দুর্নীতিমুক্ত রাজনীতিকে ভোটের মাধ্যমে জয়ী করতে হবে। একটি দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আপনারা অনেক নাক গলিয়েছেন, এবার সর্দি ঝেড়ে নাক পরিষ্কার করুন। আর নাক গলাবেন না।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে পাবনা জেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদী, ‘না’ মানে গোলামী। না ভোট জয়যুক্ত হলে আবার গোলামি ও ফ্যাসিবাদ ফিরে আসবে। তিনি বলেন, পাবনার মাটি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও শহীদ মাওলানা আব্দুস সুবহানের জন্মস্থান। তারা এখানে মানুষের সেবা করেছেন। তাদের হত্যা করা হয়েছে। আমি স্বল্প পরিসরে হলেও তাদের জানাজায় শরীক হতে পেরেছি।
ডা. শফিকুর রহমান বলেন, শস্য ভান্ডারখ্যাত এ অঞ্চলের কৃষকদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করা হবে। এখানে দুধ প্রক্রিয়াজাতকরণের জন্য প্রসেসিং মিল স্থাপন করা হবে। তরল দুধ এ জেলাতেই গুঁড়া দুধে রূপান্তর করে উত্তরাঞ্চলের চাহিদা পূরণ করা হবে এবং পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ ও বিদেশে রপ্তানি করা হবে, ইনশাআল্লাহ।
পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।
জামায়াত আমির তার বক্তব্য শেষে পাবনা-১ (সাঁথিয়া) আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের অধ্যাপক কেএম হেসাব উদ্দিন, পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের মাওলানা আলী আছগার, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের অধ্যাপক আবু তালেব মন্ডল ও পাবনা-৫ (সদর) আসনের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইনের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন এবং তাদের বিজয়ী করার জন্য পাবনাবাসীর প্রতি আহ্বান জানান।
কেএন/টিকে