পেহেলগাম কাণ্ডে স্তব্ধ হয়ে গিয়েছিল ভারত। ২০২৫ সালের ২২ এপ্রিল জঙ্গিদের গুলিতে ২৫ জন পর্যটক প্রাণ হারিয়েছিলেন। সেই ভয়াবহ ঘটনার স্মৃতি ফিরে এল গানের রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এর মঞ্চে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেই ঘটনায় মৃত এক পর্যটকের স্ত্রী ঐশান্যা দ্বিবেদী, যিনি স্বামীর কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন।
তার চোখের পানি দেখে বিচারকরাও আবেগতাড়িত হন। নিহত ব্যক্তির নাম শুভম।
‘ইন্ডিয়ান আইডল ১৬’ এর পর্বটি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তৈরি করা হয়েছে। প্রকাশিত একটি ঝলকে দেখা যায়, ঐশান্যা আবেগপ্রবণ হয়ে তার স্বামীর স্মৃতি শেয়ার করছেন।
তিনি জানান, তাদের বিয়ে মাত্র দুই মাস হয়েছে এবং পর্যটকদের মধ্যে প্রথম গুলি তার স্বামীকে করা হয়েছিল। ঐশান্যা নিজের কপালে আঙুল দিয়ে দেখান, ঠিক কোথায় গুলি লেগেছিল।
উপস্থিত ছিলেন কয়েকজন ভারতীয় সেনাও। ঐশান্যা তাদের উদ্দেশে বলেন, ভারতীয় সেনা, আপনারা ওই ২৬ জন বোনের হয়ে প্রতিশোধ নিয়েছেন।
আমি সত্যিই গর্বিত। তার কথায় আবেগে ভেঙ্গে পড়েন শ্রেয়া ঘোষাল ও বিশাল দাদলানি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। অনেকে প্রশ্ন তুলেছেন, কেন শুধু একজন মৃত পর্যটকের স্ত্রীকে আমন্ত্রণ জানানো হল, সকল পরিবারকে নিয়ে আসা উচিত ছিল কি না। কেউ আবার ভারতীয় সেনার প্রতিশোধের বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন, প্রকৃতপক্ষে কি প্রতিশোধ নেওয়া হয়েছে? হামলাকারীরা কোথায় এখন? আদৌ প্রতিশোধ নেওয়া হয়েছে কি না।
আরআই/টিকে