প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয়ে কাকাবাবু চরিত্রটি পুরনো পাঠকের কাছে পরিচিত ও প্রিয়, নতুন প্রজন্মের দর্শকদের জন্যও আকর্ষণীয় হয়ে উঠেছে। ‘বিজয়নগরের হীরে’-তে সেই রহস্য আর অ্যাডভেঞ্চারের মিশ্রণ দর্শককে পর্দায় বেঁধে রাখে।
‘বিজয়নগরের হীরে’ সিনেমাটি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজ অবলম্বনে তৈরি। কাকাবাবু চরিত্রে প্রসেনজিতের অভিনয় দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছে। ছবির গল্পে রয়েছে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার, রহস্যভেদ এবং মানবিক আবেগের মেলবন্ধন। দৃশ্য পরিকল্পনা, লোকেশন এবং আবহসঙ্গীতের মাধ্যমে দর্শকরা প্রবেশ করেন এক টানটান রোমাঞ্চের জগতে।
ছবির মুক্তির পর থেকেই দর্শকরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। মুখে মুখে প্রশংসা এবং ভালো বক্স অফিস পারফরম্যান্সের মাধ্যমে ছবিটি মরশুমের অন্যতম সফল বাংলা সিনেমা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। তাই আজ বইমেলায় প্রসেনজিতের উপস্থিতি যেন সেই সাফল্যের উদ্যাপন।