আ.লীগ মাঠে নেই, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন মনে হচ্ছে: মেজর (অব.) হাফিজ
মোজো ডেস্ক 02:37PM, Jan 25, 2026
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এবারে নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নেই, তাই এই নির্বাচনটি আমার কাছে একেবারে প্রতিদ্বন্দ্বিতা হীন মনে হচ্ছে। অনেক প্রার্থী আছে যাদেরকে কেউ চিনেই না। আগে নির্বাচনে প্রতিপক্ষকে সকলে চিনত বা জানতো। এখন আওয়ামী লীগ মাঠে নেই বলে এই সুযোগকে কাজে লাগাতে অনেক নতুন মুখ এসেছে নির্বাচন করতে।
শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে তার নির্বাচনি এলাকা লালমোহনের নিজ বাসভবনে দেশের একটি গণমাধ্যম অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মেজর (অব.) হাফিজ বলেন, এর মধ্যে চায় উচ্চকক্ষ, যেখানে এক লাখ ভোট পেলেই একজন নির্বাচিত। তাই সকলে উচ্চকক্ষ চায়। বাংলাদেশের জন্য এটি হচ্ছে সম্পূর্ণ বিলাসিতা, যার কোনও প্রয়োজন নেই।
তিনি বলেন, আমাদের লোক চাইলেও গণ ভোট দিতে পারবে না। সরকার যেখানে একটি ভুল প্রপোজাল দিয়েছে, চারটি প্রশ্ন দিয়েছে হ্যাঁ বা না বলতে হবে। টপির উত্তর দেয়ার স্কোপ তারা রাখেনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের পুলিশ বাহিনী সম্পূর্ণ আওয়ামী লীগের। এদের মধ্যে কোনও পরিবর্তন হয়নি। এদের অধিকাংশই হচ্ছে শেখ হাসিনার পুলিশ। আমাকে সময় দিলে দেড় বছরের মধ্যেই আমি ৪০ হাজারের একটি সলিট পুলিশ বাহিনী বানিয়ে দিতাম।