জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী শফিক তুহিন আবারও নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। তবে এবারে কণ্ঠশিল্পী হিসেবে নয়, গানের কথা ও সুরকার হিসেবেই আলোচনায় তিনি। তাঁর লেখা ও সুরে তৈরি নতুন গানটির শিরোনাম ‘অবুঝ প্রেমের সাতকাহন’।
এই গানে কণ্ঠ দিয়েছেন কানাডা প্রবাসী কণ্ঠশিল্পী শফিক তুহিন। গানটির সংগীতায়োজন করেছেন সালমান জাইম। প্রেম ও অনুভূতির আবেশে ভর করে তৈরি এই গানটি ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে বলে জানা গেছে।
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে মডেল হিসেবেও দেখা গেছে সাফিনা করিমকে। গানটি প্রকাশ করা হয়েছে সাফিনা করিমের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
গানটি প্রসঙ্গে শফিক তুহিন জানান, সাফিনা করিম একজন গুণী কণ্ঠশিল্পী। তাঁর কণ্ঠে গানটি দারুণভাবে মানিয়েছে। শিল্পীর কণ্ঠের ধরন মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে। প্রকাশের পর থেকেই শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি। শফিক তুহিনের বিশ্বাস, সব বয়সী শ্রোতার কাছেই গানটি ভালো লাগবে।
অন্যদিকে সাফিনা করিম বলেন, শফিক তুহিনের সঙ্গে কাজ করা তাঁর জন্য সম্মানের। তাঁর জন্য সুন্দর একটি গান তৈরি করার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছেন বলেও জানান এই কণ্ঠশিল্পী। তাঁর আশা, গানটি শ্রোতাদের নিরাশ করবে না।
উল্লেখ্য, এর আগেও শফিক তুহিনের গাওয়া ‘ফড়িং প্রজাপতি’ শিরোনামের একটি দ্বৈত গান প্রকাশ পেয়েছিল, যেখানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন সাফিকা নাসরিন মিমি। নতুন গান ‘অবুঝ প্রেমের সাতকাহন’-এর মাধ্যমে এবার ভিন্নভাবে সংগীতপ্রেমীদের সামনে হাজির হলেন এই জনপ্রিয় স্রষ্টা।
এসএন