টিভি অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর এবং দুই অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের মালিকের বিরুদ্ধে সম্পদ ও দায়-দেনার হিসাব সরবরাহের আদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৫ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, আলফা আই স্টুডিও'র সহ-প্রতিষ্ঠাতা এবং এসভিএফ-আলফা আই প্রোডাকশনের মালিক শাহরিয়ার করিম ভূঁইয়া, গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের (বর্তমানে- ট্রান্সকম গ্রুপের এ্যাড ফার্ম ডট বার্থ) মালিক সৈয়দ গাউসুল আলম এবং উর্মিলা শ্রাবন্তী করকে কমিশনের নির্ধারিত ছক অনুযায়ী সম্পদ ও দায়-দেনার হিসাব সরবরাহের আদেশ জারিকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (১) অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়া হয়েছে। শিগগিরই দুদক থেকে নোটিশগুলো ইস্যু করা হবে।
এসকে/এসএন