ভারতের চলচ্চিত্র ও সংগীতজগতের তিন দিকপালকে এবার পদ্ম সম্মানে ভূষিত করল ভারত সরকার। বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র পেয়েছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ। আর পদ্মভূষণ সম্মান পেয়েছেন দক্ষিণী ও হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেতা মামুট্টি এবং জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক।
আজ রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় পদ্ম সম্মানপ্রাপকদের তালিকা প্রকাশ করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রকাশিত তালিকায় শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই তিনজনের নাম অন্তর্ভুক্ত করা হয়।
হিন্দি সিনেমার ‘হিম্যান’ খ্যাত ধর্মেন্দ্র দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী ছবিতে অভিনয় করেছেন। তাঁর অবদানকে সম্মান জানাতেই পদ্মবিভূষণে ভূষিত করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, মালয়ালম সিনেমার জনপ্রিয় মুখ মামুট্টি অভিনয়ের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রকে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছেন।
বলিউডের প্লেব্যাক গানের স্বর্ণযুগের অন্যতম কণ্ঠ অলকা ইয়াগনিক হাজারের বেশি গানে কণ্ঠ দিয়ে কয়েক প্রজন্মের শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সংগীতে তাঁর দীর্ঘ ও সফল যাত্রার স্বীকৃতি হিসেবেই পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছে।
এর বাইরে এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন অভিনেতা আর মাধবন এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পদ্ম সম্মানের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি ও বিনোদন জগতে এই শিল্পীদের অবদান আবারও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হলো।
সূত্র : ইকোনমিক টাইমস
এসএন