জনপ্রিয় সংগীতশিল্পী দিলরুবা খান এবার নতুন এক আয়োজন নিয়ে সামনে আসছেন। ‘পাগল মন’খ্যাত এই গায়িকা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি পুঁথি ও একটি কিচ্ছা গেয়েছেন। সম্প্রতি বিষয়টি নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানান।
ফেসবুক পোস্টে দিলরুবা লেখেন, ‘শৈশবে আমাদের গ্রামবাংলার বিভিন্ন অনুষ্ঠানে পুঁথি গান, কিচ্ছা কিংবা গীতের যে সুরের মূর্ছনা আমরা শুনতাম তা আজ আধুনিকতার ভিড়ে অনেকটা বিলুপ্তপ্রায়। আমাদের সমৃদ্ধ সংস্কৃতির এই অমূল্য সম্পদগুলো ধীর ধীরে হারিয়ে যাচ্ছে। এই হারানো ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার তাড়না থেকেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।
সেই ভাবনা থেকে আমি বাংলাদেশের দুই উজ্জ্বল নক্ষত্র আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার যোগ্য উত্তরসূরি তারেক রহমানকে নিয়ে একটি পুঁথি ও একটি কিচ্ছা গেয়েছি।’
তিনি আরও বলেন, ‘ঐতিহ্যের ছন্দে এবং কিচ্ছার বর্ণনায় তাদের জীবন ও সংগ্রামের কিছুটা গল্প তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, গ্রামবাংলার চিরচেনা এই শৈল্পিক উপস্থাপনা আপনাদের হৃদয়ে জায়গা করে নেবে এবং আমাদের সংস্কৃতি রক্ষায় অনুপ্রাণিত করবে।’
পুঁথি ও কিচ্ছা দুইটি এ গায়িকার ইউটিউব চ্যানেল ‘Dilruba Khan Official’-এ রোববার (২৫ জানুয়ারি) ও সোমবার (২৬ জানুয়ারি) প্রকাশিত হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, দিলরুবা খান রাজশাহী ও রংপুর বেতারের শিল্পী সৈয়দ হামিদুর রহমানের মেয়ে। যদিও তিনি কখনোই চাননি তার মেয়ে সংগীতশিল্পী হোক, এর পরও গানের প্রতি তীব্র আকর্ষণ থেকেই সংগীত জগতে নিজের অবস্থান পোক্ত করেছেন এ গায়িকা। দিলরুবা খানের কণ্ঠে ‘দুই ভূবনের দুই বাসিন্দা, বন্ধু চিরকাল’ ও ‘পাগল মন’ গান দুটি এ সংগীতশিল্পীকে ব্যাপক পরিচিতি এনে দেয়।
এমআই/এসএন