নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, ‘যে মানুষ সমুদ্রের উত্তাল ঢেউকে ভয় পায় না, তাকে ভয় দেখানো যায় না।’
রোববার (২৫ জানুয়ারি) হাতিয়া উপজেলার ১০ নম্বর জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজারে এনসিপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হান্নান মাসুদ বলেন, ‘আমি কথা বলতে এসেছি তাদের পক্ষে- যাদের কাছ থেকে সিএনজি স্ট্যান্ডে চাঁদা নেওয়া হয়। আমি কথা বলতে এসেছি কৃষক ও জেলেদের পক্ষে। যারা প্রতিদিন সমুদ্রের ঢেউয়ের সঙ্গে লড়াই করে জীবন বাঁচায়, আজ তাদেরই ভয় দেখানো হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষ প্রশাসনকে দেখে ভয় পায় না, ভয় পায় সন্ত্রাসীরা। সে কারণেই তারা বাড়িতে থাকতে পারে না।’
এ সময় তিনি বুড়িরচরকে পৌরসভা এবং জাহাজমারাকে উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি এমপি নির্বাচিত হলে জাহাজমারা কমিউনিটি কলেজকে অনার্স ও মাস্টার্স পর্যায়ে উন্নীত করার আশ্বাস দেন। এছাড়া নিঝুম দ্বীপে যাতায়াত সহজ করতে জাহাজমারা থেকে মোক্তারিয়া ঘাট পর্যন্ত মহাসড়কের আদলে সড়ক নির্মাণের কথাও জানান তিনি। সবশেষে হাতিয়ার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন হান্নান মাসুদ।
এনসিপি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক আলা উদ্দিন, জাহাজমারা ইউনিয়ন জামায়াতের আমির মাহবুবুর রহমান, জামায়াত নেতা অ্যাডভোকেট নোমান সিদ্দিকী, জাতীয় শ্রমশক্তি ও উপজেলা সিনিয়র যুগ্ম সমন্বয়ক নূর আলম রয়েলসহ স্থানীয় নেতারা।
এমআর/টিএ