ঢাকা-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী বলেছেন, ‘মানুষের প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। আমরা জনগণের ভালবাসা ও ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত, কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয় ঠেকাতে পারবে না।’
রবিবার (২৫ জানুয়ারি) ডেমরা থানার ৬৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘প্রত্যাশিত বাংলাদেশ গড়তে বিএনপির ওপর আস্থা রাখুন।
এখনো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র রক্ষার স্বার্থে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, যেন ভোটের অধিকার কেউ কেড়ে নিতে না পারে।’
গণসংযোগকালে ডেমরা ও যাত্রাবাড়ী থানা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টিজে/টিএ