বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৮ জানুয়ারি বগুড়ায় আসছেন। ১৯ বছর পর তিনি বগুড়ার মাটিতে পা রাখতে যাচ্ছেন। এ জন্য জেলা বিএনপি তাঁকে বরণ করতে নানা প্রস্তুতি গ্রহণ করেছে।
বগুড়া-৬ (সদর) আসনের এমপি পদপ্রার্থী তারেক রহমান।
এ জন্য তিনি বগুড়ায় নির্বাচনী জনসভা করবেন। ২৯ জানুয়ারি তিনি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় উপস্থিত হবেন।
এ উপলক্ষে গতকাল রবিবার শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেছেন বগুড়া জেলা বিএনপির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু প্রমুখ।
এদিকে আগামী ২৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নওগাঁ আগমন উপলক্ষে সমাবেশের স্থান পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। গতকাল রবিবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত নওগাঁ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে নওগাঁ শহরের ঐতিহ্যবাহী এটিম মাঠকে সমাবেশের জন্য চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়।
এরপর সংবাদ সম্মেলনে সমাবেশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন সৈয়দ শাহিন শওকত।
এমআর/টিএ