ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ততম একটি দিন আজ। সন্ধ্যায় সিডনি সিক্সার্সকে হারিয়ে ষষ্ঠবারের মতো বিগ ব্যাশ লিগের শিরোপা জেতে পার্থ স্কর্চার্স। আর রাতে দক্ষিণ আফ্রিকার লিগ এসএ২০'র ফাইনালে প্রিটোরিয়া ক্যাপিটালসকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা উল্লাসে মাতে সানরাইজার্স ইস্টার্ন কেপ। এসএ২০'র চতুর্থ আসরের মধ্য তিন বারই চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স।
টস হেরে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সানরাইজার্স। শুরুটাও দারুণ করে তারা। রানের খাতা খোলার আগেই প্রিটোরিয়ার ওপেনারকে তুলে নেম মার্কো ইয়ানসেন। ডেওয়াল্ড ব্রেভিসের শতকে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় প্রিটোরিয়া। ৫৬ বলে ৮ চার ও ৭ ছক্কার মারে ১০১ রান করেন ব্রেভিস।
ব্রেভিসকে সঙ্গ দিয়েছেন ব্রাইস পার্সনস। ৩০ বলে ৩০ রান করেন তিনি। শেষ দিকে রাদারফোর্ডের ব্যাট থেকে আসে ১৭ রান। বাকি কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। সানরাইজার্সের হয়ে ৩ উইকেট নিয়েছেন ইয়ানসেন। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রানে থামে প্রিটোরিয়ার ইনিংস।
এই লক্ষ্য তাড়া করতে নেমে সানরাইজার্সও শুরুতেই উইকেট হারায়। গোল্ডেন ডাক মারেন জনি বেয়ারস্টো। আরেক ওপেনার ডি কক'ও বেশিদূর দলকে নিতে পারেননি। তবে ম্যাথু ব্রিটজকে এবং অধিনায়ক ট্রিস্টান স্টাবসের জোড়া ফিফটিতে ৪ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় পায় সানরাইজার্স।
ব্রিটজকে ৪৯ বলে ৬৮ এবং স্টাবস ৪১ বলে ৬৩ রানে অপরাজিত ছিলেন। এই জয়ে এক মৌসুম পর আবারও এসএ২০'র শিরোপা জিতল সানরাইজার্স। গত মৌসুমে প্রোটিয়া লিগ জিতেছিল এমআই কেপ টাউন।
এমআর/টিএ