না ফেরার দেশে বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি আই.এস. বিন্দ্রা

বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি আই.এস. বিন্দ্রা গতকাল (রোববার) ৮৪ বছর বয়সে নয়া দিল্লিতে মারা গেছেন। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করলেও পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে বিন্দ্রার একাধিপত্য ছিল দীর্ঘ ৩৬ বছর- ১৯৭৮ থেকে ২০১৪ পর্যন্ত। এরপরই তিনি ক্রিকেট প্রশাসন থেকে অবসর নেন।

মোহালির পিসিএ স্টেডিয়ামকে বিন্দ্রা বিশ্ব মানচিত্রে ঠাঁই করে দিয়েছিলেন, পরবর্তীতে যার নামকরণ তার নামেই হয়। সেখানে ২০১১ সালের বিশ্বকাপ সেমিফাইনালের মতো মর্যাদাপূর্ণ ম্যাচ আয়োজিত হয়েছে, যেখানে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভারত পাকিস্তানকে পরাজিত করেছিল।

১৯৮৭ সালের বিশ্বকাপ ভারতে আয়োজনের ক্ষেত্রে বিন্দ্রা ও বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি এন.কে.পি. সালভে ও জগমোহন ডালমিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

এটিই ছিল প্রথমবার ইংল্যান্ডের বাইরে বিশ্বকাপ আয়োজনের ঘটনা।পশ্চিমা দেশগুলির যাতে একচেটিয়া আধিপত্য শিথিল হয় এবং ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার নেতৃত্বাধীন এশীয় দেশগুলো একত্রিত হয়ে উপমহাদেশে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন নিশ্চিত করতে পারে, সেই চেষ্টা ছিল বিন্দ্রার।

ভারতের প্রাক্তন টিম ম্যানেজার ও বিসিসিআই-এর বলিষ্ঠ কর্মকর্তা অমৃত মাথুর জানিয়েছেন, ১৯৮৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় যখন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল, তখন বিন্দ্রাই পাকিস্তানের সামরিক স্বৈরশাসক জেনারেল জিয়া-উল-হককে অচলাবস্থা কাটানোর জন্য ভারত সফরের পরামর্শ দিয়েছিলেন।

যদিও তারা বেশ কিছু বিষয়ে একমত হতে পারতেন না, তবুও বিন্দ্রা ও ডালমিয়া আবারো নিশ্চিত করেছিলেন যে ১৯৯৬ সালের বিশ্বকাপ ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে। বিন্দ্রা ছিলেন একজন কূটনীতিবিদ ও আমলা, যিনি বিসিসিআই এবং পরবর্তীতে আইসিসি-তে (যেখানে তিনি শরদ পাওয়ারের প্রধান উপদেষ্টা ছিলেন) সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজের বিশাল নেটওয়ার্ককে কাজে লাগাতেন।

উভয়ের মধ্যে প্রবল মতপার্থক্য থাকা সত্ত্বেও, ২০১৫ সালে ডালমিয়ার প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য জানাতে গিয়ে বিন্দ্রা লিখেছিলেন: ‘সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের মনে রাখা দরকার যে আধুনিক খেলা এবং বর্তমানের প্রশাসন পদ্ধতি একেবারেই আলাদা হতো যদি 'জগ্গু' না থাকতেন।’

বিসিসিআই থেকে এক্স-এ দেওয়া একটি পোস্টে বলা হয়েছে: ‘বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি আই.এস. বিন্দ্রার প্রয়াণে বিসিসিআই শোক প্রকাশ করছে। বোর্ডের প্রার্থনা ও সমবেদনা তার পরিবার ও প্রিয়জনদের সঙ্গে রয়েছে।’

আইসিসি চেয়ারম্যান এবং বিসিসিআই-এর প্রাক্তন সচিব জয় শাহ-ও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন- ‘বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি এবং ভারতীয় ক্রিকেট প্রশাসনের স্তম্ভ আই.এস. বিন্দ্রার প্রয়াণে গভীর সমবেদনা জানাই। তার কর্মপ্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করুক।’

পিএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
দুই দশকের অপেক্ষা শেষে ভারতে আসছে লিংকিন পার্ক Jan 26, 2026
img
জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ৫০ নেতাকর্মী Jan 26, 2026
img
স্টেজে ‘পাগলু’ না গেয়ে আমাকে নামতে দেওয়া হয় না: আকৃতি Jan 26, 2026
img
মক্কা, মদিনায় ইতেকাফ পালনে নতুন নিয়ম জারি করেছে সৌদি কর্তৃপক্ষ Jan 26, 2026
img
মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান Jan 26, 2026
img
বুঝেছি জীবনে সব লড়াই আমার নয়: স্বস্তিকা মুখোপাধ্যায় Jan 26, 2026
img
ঢাকা-১৮ আসনে এনসিপির প্রার্থী আদিবের ওপর বিএনপির হামলার অভিযোগ Jan 26, 2026
img
রাজবাড়িতে বৌভাতের আসর, মধুমিতা-দেবমাল্যের রিসেপশনে কী কী চমক ছিল? Jan 26, 2026
img
বক্স অফিসে ধুম ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ Jan 26, 2026
img
দেশ ছাড়ার গুঞ্জনকে উড়িয়ে দিয়ে সকাল সকাল বিসিবিতে হাজির বুলবুল Jan 26, 2026
img

প্রধান উপদেষ্টা

গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে নীলফামারীর বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল Jan 26, 2026
img
আইসিসির বৈঠকে মেজাজ হারিয়েছিলেন আমিনুল, ক্রিকবাজ-এর প্রতিবেদনে এ তথ্য উঠে আসে Jan 26, 2026
img
দেবের বিপরীতে বড়পর্দায় কোন ছবিতে দেখা যাবে অঙ্কিতাকে? Jan 26, 2026
img
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জবির সাবেক উপাচার্য মীজানুরকে দুদকে জিজ্ঞাসাবাদ Jan 26, 2026
img
দীর্ঘ অপেক্ষা শেষে পৈতৃক ভিটায় যাচ্ছেন তারেক রহমান Jan 26, 2026
img
নির্ধারিত সময়ের মধ্যে যাদের বাড়ি ভাড়া না হবে, তারা হজ করতে পারবে না: বাংলাদেশকে জানাল সৌদি আরব Jan 26, 2026
img
প্রথমবার 'দিদি নাম্বার ওয়ান'- এর মঞ্চে স্বস্তিকা, বন্ধুকে ডেকে টিকটিকি ধরালেন রচনা! Jan 26, 2026
img
কলম্বোর ছক্কা মাদ্রাজে পড়বে, এসো না- পাকিস্তানকে নিয়ে ভারতের সাবেক অধিনায়ক Jan 26, 2026
img
নির্বাচন পর্যবেক্ষণে থাকছেন কেন্দ্রীয়ভাবে ৭৯৯৭ ও স্থানীয়ভাবে ৪৭৪৫৭ জন : ইসি Jan 26, 2026
img
শাহবাগ থানার সাবেক ওসিসহ ট্রাইব্যুনালে হাজির ৪ আসামি, রায় আজ Jan 26, 2026