দায়িত্বে অবহেলার অভিযোগে ১ পুলিশ সদস্যকে কান ধরালো বিক্ষুব্ধ জনতা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে এক পুলিশ সদস্যকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে বিক্ষুব্ধ জনতা। এমন কিছু ভিডিও ও ছবি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ওই পুলিশ সদস্যের নাম জহিরুল ইসলাম। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বেলপুকুর থানায় এসআই পদে কর্মরত।

রোববার (২৫ জানুয়ারি) রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে একইদিন বিকেলে পুঠিয়ার পোল্লাপুকুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত ইসলাম, একজন নারী ও এক ব্যক্তির (৪০) মৃত্যু হয়। তাদের মরদেহ অজ্ঞাত পরিচয়ে রামেক হাসপাতালের মর্গে রয়েছে। এই ঘটনায় আরও ছয়জন আহত হয়ে রামেক হাসপাতালে আট ও ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ছড়িয়ে পড়া ১ মিনিট ২৩ সেকেন্ডের এক ভিডিওতে ধারণকারীকে বলতে শোনা যায়, ‘এটা বেলপুকুর থানার পুলিশ। কান ধরে দাঁড়ায়ে আছে, জনগণের কাছে কট। গাড়ির ড্রাইভারকে ছেড়ে দিয়েছে। পল্লাপুকুরে দুই থেকে তিনজন স্পট ডেথ। কান ধরে দাঁড়িয়ে আছে, এই যে কট। কি একটা মজার বিষয় দেখেন- দায়িত্ব এমন একটা জিনিস- যদি ভালোভাবে পালন না করে তাহলে এমন পরিস্থিতি তাদের মোকাবিলা করতে হবে। খুবই লজ্জাজনক একটা অবস্থা। সবাই বলছে, ঘুষখোর টাকা খেয়ে ড্রাইভারকে ছেড়ে দিছে। বাংলাদেশ এর চেয়ে লজ্জাজনক আর কিছু হয় না।’

দুর্ঘটনার সময় আরেকটি ভিডিওতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বলতে শোনা যায়, পুঠিয়ার দিক থেকে আসা রাজকীয় পরিবহনের একটি বাস সরাসরি সামনের থেকে অটোরিকশায় ধাক্কা দিয়েছে। আমার বন্ধু শান্ত ঘটনাস্থলেই মারা গেছে। এখানে যে পুলিশ সদস্যরা ছিল ঘটনাস্থল কোন থানার অর্ন্তগত তার নিশ্চিত হতে পারছে না। আমরা চাই দ্রুত বাসের চাকলকে আটক করে আইনের আওতায় আনা হোক।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাহমুদুল ইসলাম তাজ বলেন, ঘটনা শোনার পরপরই আমরা ঘটনাস্থলে আসি। এ সময় বেলপুকুর এবং পুঠিয়া থানার দুই ওসি নিজেদের মধ্যে সীমানা নিয়ে কথা কাটাকাটি করছিল। তারা কেউ নিজেদের সীমানায় দুর্ঘটনা ঘটেছে স্বীকার করছিল না। এ সময় তাদেরকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডাকতে বলা হয়। কিন্তু বেলপুকুর থানার ওসি বিষয়টি কর্ণপাত করেননি। 

তিনি আরও বলেন, সেখানে যেহেতু স্থানীয় দুইজন মারা গেছে। তাই স্থানীয়রা এ বিষয় নিয়ে উত্তেজিত ছিল। সেখানে আমাদের বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার এসেছিলেন তারা প্রশাসনের সঙ্গে কথা বলেছিল। পরে সেনাবাহিনী এসে উত্তেজিত জনতাদের সড়ক থেকে সড়িয়ে দেয়। সেখানে পুলিশ সদস্যকে কান ধরানোর ঘটনা ঘটেছে শুনেছি। তবে ওই সময় আমি ছিলাম না, আমি স্যারদের সঙ্গে ছিলাম। এ কারণে আমার জানা নেই। দুর্ঘটনা পরবর্তী সেখানে পুলিশের গাফলতি ছিল। 

দুর্ঘটনার পর রাজশাহী-নাটোর মহাসড়ক শিক্ষার্থী ও স্থানীয়রা অবরোধ করলে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়। পরে রাত ৮টার দিকে  যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এসময় দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে এক পুলিশ সদস্যকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে বিক্ষুব্ধ জনতা।

বিষয়টি নিয়ে বেলপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজুনের মোবাইল ফোনে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেন নি। তাই এ বিষয়ে তার মন্তব্য পাওয়া যায়নি।

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মধ্য মেক্সিকোতে ফুটবল মাঠে সশস্ত্র হামলায় নিহত ১১ Jan 26, 2026
img
ব্যবসায় ধ্বস, অভিনয় থেকে আপাতত বিরতি নিলেন অনন্ত জলিল Jan 26, 2026
img
আজেবাজে ভিডিও বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে: বুবলী Jan 26, 2026
img
প্রত্যেকটা সন্ত্রাসীকে মানুষের বাড়িতে কাজ করে খাইতে হবে: হান্নান মাসউদ Jan 26, 2026
img
যুক্তরাষ্ট্রে তুষারঝড় ও তীব্র শীতে প্রাণ গেল ১১ জনের Jan 26, 2026
img
সত্যিই কি ব্রুকস নাডারের সঙ্গে প্রেম করছেন বেন? Jan 26, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে দেশের সব সেক্টরে বিপ্লব ঘটে যাবে: জামায়াত আমীর Jan 26, 2026
img
অপারেশন সিঁদুরে নেতৃত্ব দেওয়া কর্নেল সোফিয়াকে রাষ্ট্রপতি পদক দিচ্ছে ভারত Jan 26, 2026
img
নতুন সাজে ভক্তদের নজর কাড়লেন অপু বিশ্বাস Jan 26, 2026
img
বলিউডে নতুন করে চর্চায় দিশা-টাইগারের সম্পর্ক! Jan 26, 2026
img
রাজধানীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬ Jan 26, 2026
img
বক্স অফিসের ইতিহাসে অনন্য আমির খান, ৫ শিল্পসফল ছবিতে নতুন নজির Jan 26, 2026
img
ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার Jan 26, 2026
img
প্রসেনজিতের পদ্ম সম্মানে খুশির হাওয়া টলিউডে, কী বলছেন ঋতুপর্ণা-কৌশিক? Jan 26, 2026
img
নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা Jan 26, 2026
img
৫৩২টি নগর কেন্দ্রে কার্যকর ‘হিট অ্যাডাপ্টেশন প্ল্যান’ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার Jan 26, 2026
img
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব প্রকাশ হলে ভোটের পরেও ব্যবস্থা : ইসি মাছউদ Jan 26, 2026
img
মঞ্চে মৌনীর হেনস্তা’য় গর্জে উঠলেন শুভশ্রী Jan 26, 2026
img
সাবেক ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতায় ক্রিকেট বোর্ড কলঙ্কিত হয়েছে: আমিনুল হক Jan 26, 2026
img
এবার হেনস্তার শিকার অভিনেত্রী মিমি চক্রবর্তী Jan 26, 2026