আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে বসে কাভার করার সুযোগ পাচ্ছেন না বাংলাদেশের সাংবাদিকরা। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ থেকে পাঠানো সব অ্যাক্রিডিটেশন আবেদনই নাকচ করে দিয়েছে।

এর ফলে আয়োজক দুই দেশের কোনো স্টেডিয়ামেই উপস্থিত থেকে ম্যাচ পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরির সুযোগ থাকছে না বাংলাদেশের সংবাদকর্মীদের। ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির মধ্যে তৈরি হওয়া টানাপোড়েনের প্রভাবই পড়েছে এই সিদ্ধান্তে।


নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ দলের ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তের পর থেকেই বিসিবি ও আইসিসির সম্পর্কের মধ্যে অস্বস্তি তৈরি হয়। সেই প্রেক্ষাপটেই সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিলের এই সিদ্ধান্ত এসেছে বলে মনে করা হচ্ছে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন তারা আইসিসির কাছে এর ব্যাখ্যা চেয়েছেন।

তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, 'গতকালকেই সিদ্ধান্তটা এসেছে এবং আমরা জানতে চেয়েছি। ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। এটা অভ্যন্তরীণ এবং গোপনীয় বিষয়, তবে সারসংক্ষেপ করলে -আমরা জানতে চেয়েছি কেন এমন করা হয়েছে।'



ফিফা বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির উদাহরণ টেনে তিনি বলেন, 'তেরো সালের (চ্যাম্পিয়ন্স ট্রফি) আসরে বাংলাদেশ অংশগ্রহণ করেনি কিন্তু আমাদের গণমাধ্যমকর্মীরা গিয়েছিলেন। এ ছাড়া ফুটবল বিশ্বকাপেও আমাদের দল কখনো অংশগ্রহণ করেনি কিন্তু আমাদের প্রতিনিধি থাকে যেহেতু আমরা আন্তর্জাতিক ফুটবল সংস্থার সদস্য।'


এর আগে গত শনিবার আইসিসি আনুষ্ঠানিকভাবে জানায়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে এই ব্যাপারে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাবেন না তারা। বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও সংবাদকর্মীদের সেখানে যাওয়ার সুযোগ দেয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন আমজাদ হোসেন।

তিনি বলেন, 'পূর্ণ সদস্য হিসেবে আমাদের হয়তো করতে পারলে ভালো হতো, সুযোগ থাকলে ভালো হতো। কিন্তু আবারও বলছি, এটা ওনাদের সিদ্ধান্ত। এখানে আমাদের কিছু বলার নেই। তবে আমরা মনে করি যেকোনো ক্ষেত্রেই আমাদের সুযোগ দেওয়া উচিত ছিল। কারণ আমরা কিন্তু তৃতীয় বৃহত্তম দর্শক দেশ। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার বারোটা সদস্যের মধ্যে আমরা তৃতীয় বৃহত্তম দর্শকের দেশ। আমাদের দেশ না খেললেও বিশ্ব আসর হচ্ছে এবং আমাদের গণমাধ্যমকর্মীরা সেটা দর্শকদের কাছে উপস্থাপন করতে পারত।'

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
৪ দিনের রিমান্ডে সেই শিশু শিক্ষার্থী নির্যাতনকারী স্কুল ব্যবস্থাপক Jan 27, 2026
img
ভোটের দিন রাতে বা পরদিন নির্বাচনের ফলাফল: ইসি Jan 27, 2026
img
গোবিন্দকে ‘সুগারড্যাডি’ বললেন স্ত্রী সুনীতা! Jan 27, 2026
img
সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না, শাসন হবে জনগণের : ডা. শফিকুর রহমান Jan 27, 2026
img
এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Jan 27, 2026
img
হঠাৎ কেন ‘বিরতি’ নিচ্ছেন করণ জোহর? Jan 27, 2026
img
আমাদের প্রার্থীদের ওপর আঘাত হলে পাল্টা আঘাত আসবে : নাহিদ ইসলাম Jan 27, 2026
img
আগেও বলেছি, এখনও বলছি নির্বাচন নিয়ে ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Jan 27, 2026
img
সাড়ে ১২ কোটি খরচ, মুহূর্তেই শেষ উত্তেজনা Jan 27, 2026
img
ইউরোপকে কি কারণে ‘স্বপ্ন’ দেখতে বললেন ন্যাটোপ্রধান Jan 27, 2026
img
সিডনি সুইনির ক্যারিয়ারে নতুন মাইলফলক! Jan 27, 2026
img
ময়মনসিংহে জনসভার মঞ্চে উপস্থিত তারেক রহমান Jan 27, 2026
img
জাপান-চীনের সম্পর্ক নতুন উত্তেজনায়, আগের মন্তব্য নিয়ে বিতর্ক Jan 27, 2026
img
ফিফটির ফলে র‍্যাংকিংয়ে চমক দেখালেন শারমিন Jan 27, 2026
img
প্রশাসনের পক্ষপাতদুষ্ট অবস্থানের ফলে পাটওয়ারীর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে: সাদিক কায়েম Jan 27, 2026
img
অভিনেত্রী শুভশ্রী কী এবার রাজনীতিতে আসছেন? Jan 27, 2026
img
নারী, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ Jan 27, 2026
img
জাপান সাগরের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার Jan 27, 2026
img
বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের সুখবর Jan 27, 2026
img
প্রথমবার অ্যাকশন ছবিতে জুটি বাঁধছেন অজয় দেবগন ও সঞ্জয় দত্ত, থাকছেন তামান্নাও Jan 27, 2026